বিশেষ চাহিদা সম্পন্ন ভয়াবহ ব্যাধি যক্ষ্মা (টি.বি) রোগের রোগীদের পাশে দাঁড়ানোর ছোট্ট উদ্যোগ নিল বেড়াচাঁপা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভা। যারা এই যক্ষ্মা (টি.বি) রোগে আক্রান্ত তাদের হাতে ৬ মাসের নিউট্রিশন সম্পন্ন খাবার তুলে দেওয়া হল। এই উদ্যোগের লক্ষ্য, যক্ষ্মা (টি.বি) মুক্ত বাংলা তথা দেশ গড়ে তোলা।
আরও পড়ুনঃ নতুন বছরের আগেই ব্যবসায়ে চরম সর্বনাশ! ভরা বাজারে আচমকা আগুন, প্রাণ হাতে হুড়োহুড়ি
advertisement
দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আনিসুর রহমান জানান, ‘আমরা শুধু টিভির পর্দায় থাকি না আমরা সমাজে মানুষের পাশে মানুষের কাজে সদা সর্বদা নিয়োজিত থাকি। আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশকে পাঠেও করে সব উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে আমরা এটাকেও সামিল করলাম।’
তিনি আরও জানান, আগামী দিনে শুধু এই মুমূর্ষ রোগীদের নয়, অন্তঃসত্ত্বা মহিলাদের জন্যও দীর্ঘ ন’মাসের পুষ্টিযুক্ত খাবার প্রদান করা হবে।
