স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, ভ্যাটে জমে থাকা আবর্জনার কারণে একদিকে যেমন দুর্গন্ধ ছড়াচ্ছে, অন্যদিকে রাস্তার অধিকাংশ অংশও আবর্জনায় ভরে যাচ্ছে। সবচেয়ে বিপজ্জনক বিষয়, ভ্যাটের আবর্জনা বিদ্যুৎ ট্রান্সফর্মারের চারপাশেও ছড়িয়ে পড়েছে, যা যে কোনও মুহূর্তে একটি বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
advertisement
এছাড়াও, ভ্যাটের পাশেই অস্থায়ীভাবে অলিখিত শৌচালয় ব্যবহৃত হচ্ছে, যা স্বাস্থ্যবিধির চরম লঙ্ঘন। স্থানীয়রা জানাচ্ছেন, একাধিকবার পৌর প্রতিনিধিদের কাছে অভিযোগ ও পৌরসভাকে চিঠি দিয়ে জানানো হলেও এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান মেলেনি।
স্থানীয় ব্যবসায়ীদের বক্তব্য, নিয়মিতভাবে ভ্যাট থেকে আবর্জনা সরিয়ে নেওয়া হলেও ব্লিচিং পাউডার বা কীটনাশক ছড়ানো হয় না, ফলে এলাকায় দুর্গন্ধ ও রোগ জীবাণুর প্রকোপ বেড়েই চলেছে। এই নিয়ে স্থানীয় পৌর প্রতিনিধি অর্পিতা চক্রবর্তী জানান ,বৃষ্টির জন্য একটু সমস্যা হচ্ছে ময়লা তুলতে। এই সমস্যার দ্রুত সমাধানের জন্য পৌর প্রধান ও উপ পৌর প্রধানের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করা হবে।