এদিন সকালে সোদপুরের হরিশচন্দ্র দত্ত রোডের একটি বহুতলের একতলার ফ্ল্যাট থেকে দু’টি দেহ উদ্ধার করে খড়দহ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই বোনের নাম সবিতা দত্ত চট্টোপাধ্যায় ও কণিকা দত্ত। দীর্ঘদিন ধরেই তাঁরা ওই ফ্ল্যাটে একাই থাকতেন। প্রতিবেশীদের সঙ্গে তেমন মেলামেশা ছিল না বলেই জানা যাচ্ছে। এলাকাবাসীদের সন্দেহ হওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ফ্ল্যাটের ভিতর থেকে দুই বোনের নিথর দেহ উদ্ধার করে।
advertisement
আরও পড়ুনঃ বাড়ি বাড়ি গিয়ে ময়লা-আবর্জনা সংগ্রহ করবে টোটো! শহরের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ, হয়ে গেল উদ্বোধন
প্রাথমিকভাবে দেহে আঘাতের স্পষ্ট কোনও চিহ্ন মেলেনি। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। অনুমান, না খেতে পেয়েই মৃত্যু হয়ে থাকতে পারে দু’জনের। অনাহার, অসুস্থতার কারণেই কি মৃত্যু, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে খড়দহ থানার পুলিশ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দুই বোনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের স্বার্থে প্রতিবেশীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।






