TRENDING:

Success Story: কলেজ ড্রপআউট থেকে বিশ্বজয়, ২২ দেশের লড়াইয়ে সেরা বনগাঁর যুবক! ওড়িশার মাটিতে উড়ালেন তেরঙা

Last Updated:

North 24 Pargans Success Story: ২২ দেশের প্রতিযোগীকে হারিয়ে আন্তর্জাতিক মঞ্চে স্বর্ণপদক জয় বনগাঁর কলেজ ড্রপআউট কুনালের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উওর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: ২২ দেশের প্রতিযোগীকে হারিয়ে আন্তর্জাতিক মঞ্চে স্বর্ণ জয় বনগাঁর কুনালের। নিজের যোগব্যায়ামের দক্ষতা দেখিয়েই আন্তর্জাতিক মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করলেন বাংলার সীমান্ত শহর বনগাঁর যুবক কুণাল সাহা। ওড়িশার ভুবনেশ্বরে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক যোগ প্রতিযোগিতায় বিশ্বের ২২টি দেশের প্রতিযোগীকে পিছনে ফেলে সোনা জয় করেন তিনি।
advertisement

এই সাফল্যে খুশির হাওয়া বনগাঁর ক্রীড়া মহলে। ২২ বছরের কুণাল সাহার বাড়ি বনগাঁ রামনগর রোডের কুড়ির মাঠ এলাকায়। বনগাঁ হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করে বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তিনি। তবে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত পড়াশোনার পর কলেজ ড্রপআউট হন কুণাল। ছোটবেলা থেকেই যোগচর্চার সঙ্গে যুক্ত থাকলেও জীবনের স্পষ্ট লক্ষ্য তখনও ঠিক হয়ে ওঠেনি। পরে কয়েকজনের অনুপ্রেরণায়  উৎসাহ পেয়ে যোগাকেই জীবনের মূল পথ হিসেবে বেছে নেন তিনি।

advertisement

আরও পড়ুন: আরও পড়ুন: AIIMS’র রিপোর্টে চক্ষু চড়কগাছ, নিপা ভাইরাসে আক্রান্ত খোদ স্বাস্থ্যকর্মীরা! বারাসতে নতুন আতঙ্ক

দীর্ঘ প্রায় ১৮ বছরের নিয়মিত যোগ সাধনাই এনে দেয় এই আন্তর্জাতিক সাফল্য। ইউনাইটেড কাউন্সিল অফ মার্শাল আর্ট যোগা অ্যান্ড পোল স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ট্র্যাডিশনাল অ্যাথলেটিক যোগা, লেগ ব্যালান্স সহ একাধিক বিভাগে অংশ নেন কুণাল। নিখুঁত কৌশল, শারীরিক সক্ষমতা ও নিয়মিত অনুশীলনের জোরেই সকল প্রতিযোগীকে পিছনে ফেলে সেরার সেরা নির্বাচিত হন তিনি। কুণালের বাবা একজন ব্যবসায়ী এবং মা গৃহিণী।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
নবদ্বীপের শিল্পীর তাক লাগানো হাতের কাজ! প্রতিভার জোরে পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার
আরও দেখুন

পরিবারের পূর্ণ সমর্থনেই আজ এই সাফল্য বলে জানান তিনি। প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে কঠোর যোগ প্রশিক্ষণ চালিয়ে যান কুণাল। বর্তমানে তাঁর নিজস্ব একটি যোগ স্কুলও রয়েছে। ভবিষ্যতে আরও বেশি ছাত্র-ছাত্রীকে যোগশিক্ষা দান করার স্বপ্ন দেখছেন তিনি। এই সাফল্যের পর কুণালের লক্ষ্য আরও বড়। আগামী দিনে অলিম্পিকের মতো আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করে পদক জেতার ইচ্ছার কথাও শোনা গেল তার গলায়। কুণালের এই কৃতিত্বে আজ গর্বিত সীমান্ত শহর বনগাঁ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Success Story: কলেজ ড্রপআউট থেকে বিশ্বজয়, ২২ দেশের লড়াইয়ে সেরা বনগাঁর যুবক! ওড়িশার মাটিতে উড়ালেন তেরঙা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল