এই সাফল্যে খুশির হাওয়া বনগাঁর ক্রীড়া মহলে। ২২ বছরের কুণাল সাহার বাড়ি বনগাঁ রামনগর রোডের কুড়ির মাঠ এলাকায়। বনগাঁ হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করে বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তিনি। তবে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত পড়াশোনার পর কলেজ ড্রপআউট হন কুণাল। ছোটবেলা থেকেই যোগচর্চার সঙ্গে যুক্ত থাকলেও জীবনের স্পষ্ট লক্ষ্য তখনও ঠিক হয়ে ওঠেনি। পরে কয়েকজনের অনুপ্রেরণায় উৎসাহ পেয়ে যোগাকেই জীবনের মূল পথ হিসেবে বেছে নেন তিনি।
advertisement
আরও পড়ুন: আরও পড়ুন: AIIMS’র রিপোর্টে চক্ষু চড়কগাছ, নিপা ভাইরাসে আক্রান্ত খোদ স্বাস্থ্যকর্মীরা! বারাসতে নতুন আতঙ্ক
দীর্ঘ প্রায় ১৮ বছরের নিয়মিত যোগ সাধনাই এনে দেয় এই আন্তর্জাতিক সাফল্য। ইউনাইটেড কাউন্সিল অফ মার্শাল আর্ট যোগা অ্যান্ড পোল স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ট্র্যাডিশনাল অ্যাথলেটিক যোগা, লেগ ব্যালান্স সহ একাধিক বিভাগে অংশ নেন কুণাল। নিখুঁত কৌশল, শারীরিক সক্ষমতা ও নিয়মিত অনুশীলনের জোরেই সকল প্রতিযোগীকে পিছনে ফেলে সেরার সেরা নির্বাচিত হন তিনি। কুণালের বাবা একজন ব্যবসায়ী এবং মা গৃহিণী।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরিবারের পূর্ণ সমর্থনেই আজ এই সাফল্য বলে জানান তিনি। প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে কঠোর যোগ প্রশিক্ষণ চালিয়ে যান কুণাল। বর্তমানে তাঁর নিজস্ব একটি যোগ স্কুলও রয়েছে। ভবিষ্যতে আরও বেশি ছাত্র-ছাত্রীকে যোগশিক্ষা দান করার স্বপ্ন দেখছেন তিনি। এই সাফল্যের পর কুণালের লক্ষ্য আরও বড়। আগামী দিনে অলিম্পিকের মতো আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করে পদক জেতার ইচ্ছার কথাও শোনা গেল তার গলায়। কুণালের এই কৃতিত্বে আজ গর্বিত সীমান্ত শহর বনগাঁ।





