এর মধ্যে একটি পুরুষ ও একটি মহিলা বাঘ রয়েছ বলেই জানা গিয়েছে। সূত্র মারফত জানা যায়, মূলত এক্সচেঞ্জ পদ্ধতিতেই এই বাঘ দুটিকে নিয়ে আসা হল এখান। পরিবর্তে ভারত থেকে দুটি লাল পান্ডা পাঠানো হয়েছে সাইবেরিয়াতে। কাঠের বাক্সের মধ্যে করে নিয়ে আসা হয় এই দুটি বাঘকে।
আরও পড়ুন: এমন পোস্টার হাতে কেন সোনামুখীর ছাত্রদের! ব্যাপারটা কী?
advertisement
বাঘ দুটিকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে হাজির ছিল বন্যপ্রাণী নিয়ে যাওয়ার এই বিশেষ অ্যাম্বুলেন্স। সেই এম্বুলেন্সে করেই বাঘ দুটিকে নিয়ে কলকাতা থেকে দার্জিলিং এর উদ্দেশেরওনা দেয় বনদফতরের আধিকারিকেরা।
আরও পড়ুন: ‘একটা বাড়িতে পাঁচটা বউ থাকলে…’, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মমতার! জেনে রাখুন…
ফলে, এবার দার্জিলিং ভ্রমণের পাশাপাশি ওখানকার চিড়িয়াখানাতেই দেখা মিলবে সাইবেরিয়ান প্রজাতির এই বাঘ দুটির।
— Rudra Narayan Roy