Bankura News: এমন পোস্টার হাতে কেন সোনামুখীর ছাত্রদের! ব্যাপারটা কী?
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Bankura News: একটি গণতান্ত্রিক দেশের সবথেকে বড় মৌলিক অধিকার হল ভোট দেওয়ার অধিকার।
বাঁকুড়া: বাঁকুড়ায় ছাত্র-ছাত্রীদের হাতে ভোট সংক্রান্ত প্লাকার্ড। তবে কি ছাত্ররা করছেন ভোটের প্রচার? প্রশ্ন দানা বাঁধে পথ চলতি মানুষের মনে। হঠাৎ রাস্তায় এমন দৃশ্য দেখতে সকলেই অবাক হন। যদিও পরে তাদের প্রশ্নের মেলায় সকলেই বেশ খুশী হন। কিন্তু ভোটের পোস্টার নিয়ে কি এমন করল ছাত্ররা?
একটি গণতান্ত্রিক দেশের সবথেকে বড় মৌলিক অধিকার হল ভোট দেওয়ার অধিকার। প্রতিটি ভোটের গুরুত্ব অপরিসীম। ভোটদাতাদের ভোট দেওয়ার ক্ষেত্রে সচেতনতার অভাব বারবার ধরা পড়ে। সামান্য ভুল ভ্রান্তি হলেই অনিচ্ছাকৃতভাবে ভোট চলে যায় অন্য দলে। কিন্তু কীভাবে সমাধান করা যায় এই সমস্যার। বাঁকুড়া জেলার সবচেয়ে প্রাচীন পৌরসভা সোনামুখীরবি জে হাই স্কুলের প্রায় ২০০ জন ছাত্র মিলে সেই দায়িত্বভার গ্রহণ করে।
advertisement
advertisement
ইলেকশন কমিশনের পরিচালনায় ভোটারদের সচেতন এবং নতুন ভোটারদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে ছাত্রদের নিয়ে মিছিল বের হয়। ছাত্ররা মিছিল করে শহরের বিভিন্ন জায়গায় পরিক্রমা করে। পাশাপাশি, পথ চলতি মানুষকে ভোট দান সম্পর্কে সচেতন করে। হাতে তাদের ছিল বিভিন্ন রকমের পোস্টার।
advertisement
অংশগ্রহণকারী ছাত্রদের একাংশ মনে করে, ভোটের মতশক্তিশালী অধিকার খুব সচেতনতার সঙ্গে ব্যবহার করা উচিত। ভোট দেওয়ার ক্ষমতা পাওয়া সত্বেও বহু মানুষ এগিয়ে আসেন না ভোট দিতে সচেতনতার অভাবে। তাদেরকেই উজ্জীবিত করতে এই উদ্যোগ।
— নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 10, 2023 3:17 PM IST