মধ্যমগ্রাম পুরসভা এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের কোরা উত্তরপাড়া এলাকায় ১০ বছরের এক নাবালিকাকে প্রতিবেশী প্রৌঢ় ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, নাবালিকাকে একা পেয়ে পার্শ্ববর্তী চাষের ক্ষেতে নিয়ে গিয়ে যৌন হেনস্থা এবং ধর্ষণ করেন প্রতিবেশী আকবর আলি। নির্যাতনের পর নাবালিকাকে এই বিষয়ে কাউকে কিছু জানাতে মানা করে আকবর।
advertisement
রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরার পর পরিবারের কাছে সমস্ত ঘটনা জানায় নির্যাতিতা নাবালিকা। এরপরই এলাকায় জানাজানি হয়। উত্তপ্ত হয়ে ওঠে গোটা গ্রাম। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে ছুটে আসেন এলাকার স্থানীয় পৌর পিতা কিশোর কুমার রায়। গোটা ঘটনা এলাকা ও পরিবারের কাছে থেকে জানতে পেরে মধ্যমগ্রাম থানায় খবর দেন তিনি। মধ্যমগ্রাম থানার পুলিশ এসে আটক করে নিয়ে যায় অভিযুক্তকে।
আরও পড়ুনঃ সর্বনাশ! বিটি রোডের ধারে লাইট পোস্টে বইছে কারেন্ট, হাত দিলেই খেল খতম, পৌরসভার আড়ালে কাদের কুকীর্তি?
এরপর নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগ দায়ের হলে গ্রেফতার করা হয় আকবর আলিকে। পরিবার-সহ এলাকার সকলেই অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। যদিও অভিযুক্ত আকবার আলির পুত্র খুরশিদ আলির দাবি, জমি সংক্রান্ত বিবাদের জেরে সম্পূর্ণভাবে ফাঁসানো হয়েছে তার বাবাকে। ভিত্তিহীন এবং মিথ্যা কুৎসা রটানো হচ্ছে তার বাবা আকবরের বিরুদ্ধে।