প্রধান শিক্ষকের মারের চোটে হাসপাতালে চতুর্থ শ্রেণির ছাত্রী! স্কুলের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
বুধবার চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মারধরের জেরে আহত ছাত্রীকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করা হয়েছে বলে দাবি পরিবারের
বাসন্তী, দক্ষিণ ২৪ পরগণা, অনুপ বিশ্বাসঃ সম্প্রতি ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের এক স্কুলে পড়ুয়া দুষ্টুমি করায় তাকে থাপ্পড় মেরেছিলেন শিক্ষক। সেই থাপ্পড়ের রোষে স্কুলে বন্দুক এনে শিক্ষকের দিকে তেড়ে গিয়েছি দশম শ্রেণির ওই পড়ুয়া। ছাত্রের কাণ্ডে শোরগোল পড়ে গিয়েছিল। এবার দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার উত্তর মোকাম বেরিয়া গ্রাম পঞ্চায়েতের মোকাম বেড়িয়া প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি করতে হয়েছে ছাত্রীকে, দাবি পরিবারের।
আরও পড়ুনঃ পরিবার নিয়ে বেরিয়েছিলেন বকখালির উদ্দেশ্যে, আর যাওয়া হল না! ঠাঁই হল হাসপাতালে
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার অভিভাবকেরা একত্রিত হয়ে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি, স্কুলে যতদিন ওই প্রধান শিক্ষক থাকবেন ততদিন স্কুলে ছাত্র-ছাত্রী পাঠাবেন না তাঁরা।
আরও পড়ুনঃ সুন্দরবনের সৌন্দর্য চাপা পড়ছে ‘আবর্জনায়’! যত্রতত্র প্লাস্টিক… ম্যানগ্রোভে ঘেরা প্রকৃতির একি হাল!
বুধবার চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মারধরের জেরে আহত ছাত্রীকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করা হয়েছে বলে দাবি পরিবারের। এরপরেই বৃহস্পতিবার অভিভাবকরা স্কুলের বাইরে জড়ো হন। স্কুলের শিক্ষকদের ঘরে তালা বন্ধ করে দেন তাঁরা। তাঁদের দাবি, হয় স্কুলে ওই প্রধান শিক্ষক থাকবেন, আর না হয় পড়ুয়ারা। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 21, 2025 7:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রধান শিক্ষকের মারের চোটে হাসপাতালে চতুর্থ শ্রেণির ছাত্রী! স্কুলের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের