প্রধান শিক্ষকের মারের চোটে হাসপাতালে চতুর্থ শ্রেণির ছাত্রী! স্কুলের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের

Last Updated:

বুধবার চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মারধরের জেরে আহত ছাত্রীকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করা হয়েছে বলে দাবি পরিবারের

বাসন্তীর মোকাম বেড়িয়া প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রীকে মারধর করার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
বাসন্তীর মোকাম বেড়িয়া প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রীকে মারধর করার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
বাসন্তী, দক্ষিণ ২৪ পরগণা, অনুপ বিশ্বাসঃ সম্প্রতি ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের এক স্কুলে পড়ুয়া দুষ্টুমি করায় তাকে থাপ্পড় মেরেছিলেন শিক্ষক। সেই থাপ্পড়ের রোষে স্কুলে বন্দুক এনে শিক্ষকের দিকে তেড়ে গিয়েছি দশম শ্রেণির ওই পড়ুয়া। ছাত্রের কাণ্ডে শোরগোল পড়ে গিয়েছিল। এবার দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার উত্তর মোকাম বেরিয়া গ্রাম পঞ্চায়েতের মোকাম বেড়িয়া প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি করতে হয়েছে ছাত্রীকে, দাবি পরিবারের।
আরও পড়ুনঃ পরিবার নিয়ে বেরিয়েছিলেন বকখালির উদ্দেশ্যে, আর যাওয়া হল না! ঠাঁই হল হাসপাতালে 
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার অভিভাবকেরা একত্রিত হয়ে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি, স্কুলে যতদিন ওই প্রধান শিক্ষক থাকবেন ততদিন স্কুলে ছাত্র-ছাত্রী পাঠাবেন না তাঁরা।
আরও পড়ুনঃ সুন্দরবনের সৌন্দর্য চাপা পড়ছে ‘আবর্জনায়’! যত্রতত্র প্লাস্টিক… ম্যানগ্রোভে ঘেরা প্রকৃতির একি হাল!
বুধবার চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মারধরের জেরে আহত ছাত্রীকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করা হয়েছে বলে দাবি পরিবারের। এরপরেই বৃহস্পতিবার অভিভাবকরা স্কুলের বাইরে জড়ো হন। স্কুলের শিক্ষকদের ঘরে তালা বন্ধ করে দেন তাঁরা। তাঁদের দাবি, হয় স্কুলে ওই প্রধান শিক্ষক থাকবেন, আর না হয় পড়ুয়ারা। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রধান শিক্ষকের মারের চোটে হাসপাতালে চতুর্থ শ্রেণির ছাত্রী! স্কুলের ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement