TRENDING:

North 24 Parganas News: রেলগেট বিকল, সোদপুরের এই রাস্তায় ভয়াবহ কাণ্ড! কাতারে কাতারে মানুষের ঢল

Last Updated:

North 24 Parganas News: ট্রেন চলাচলের পথে ব্যস্ত সময়ে বিকল রেলগেট আর তার জেরেই বিপত্তি। জানা গিয়েছে, সোদপুর ৮ নম্বর রেলগেট গতকাল রাত থেকেই বিকল অবস্থায় পড়ে রয়েছে। যার ফলে স্তব্ধ হয়ে পড়েছে যান চলাচল দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে ওই এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: ট্রেন চলাচলের পথে ব্যস্ত সময়ে বিকল রেলগেট আর তার জেরেই বিপত্তি। জানা গিয়েছে, সোদপুর ৮ নম্বর রেলগেট গতকাল রাত থেকেই বিকল অবস্থায় পড়ে রয়েছে। যার ফলে স্তব্ধ হয়ে পড়েছে যান চলাচল দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। একদিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে অপরদিকে বিটি রোডের সঙ্গে সংযোগ রক্ষাকারী এই গুরুত্বপূর্ণ রাস্তার মাঝেই ৮ নম্বর রেলগেট।
সোদপুর
সোদপুর
advertisement

এই রাস্তা ব্যবহার করেই পণ্যবাহী যানবাহন থেকে নিত্যদিন যাতায়াত করেন বহু মানুষজন। তবে রাত থেকেই এই রেল গেটটি বিকল হয়ে পড়ার কারণে চরম দুর্ভোগে পড়েছেন যান চালক থেকে সাধারণ যাত্রীরা। ফ্লাইওভার ব্যবহার করে বন্যবাহী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করার পর থেকেই এই রাস্তা ব্যবহার করে চলত পণ্যবাহী যানবাহন।

আরও পড়ুন-ভয়ঙ্কর বিপদের ঘণ্টা…! পৃথিবী ধ্বংসের দিন কি দোড়গোড়ায়? ৭টি হাড়হিম ঘটনা, যা জীবন শেষ করে দিতে পারে, জানলে রাতের ঘুম উড়বে

advertisement

তবে তারি মাঝে এভাবে গেট বিকল হয়ে পড়ার কারণে দাঁড়িয়ে পড়েছে ট্রাকগুলি। চরম যানজটের সৃষ্টি হয় এতেই। অফিস যাত্রী থেকে স্কুল পড়ুয়াদেরও চরম হয়রানির শিকার হতে হচ্ছে এর কারণে।

আরও পড়ুন-‘সামনে পেলে মারবই!’ বিবাহিত পুরুষ, ৩ সন্তানের বাবার সঙ্গেই গোপনে চলছিল…, স্ত্রী জানতে পারতেই সর্বনাশ নায়িকার! তারপর?

যদিও এর কারণে ট্রেন চলাচলে তেমনভাবে প্রভাব না পড়লেও, রেলের তরফ থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে গেট মেরামতির কাজ চলছে। তবে এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলেই জানা গিয়েছে। তার ফলে রাস্তা জুড়ে দাঁড়িয়ে রয়েছে সারি সারি পন্যবাহী ট্রাক। এখন কতক্ষণে এই পরিস্থিতির স্বাভাবিক হয় সেটাই দেখার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: রেলগেট বিকল, সোদপুরের এই রাস্তায় ভয়াবহ কাণ্ড! কাতারে কাতারে মানুষের ঢল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল