মাহেন্দ্রক্ষণ মেনে দূর-দূরান্ত থেকে আসা গোসাই, পাগল, দলপতি-সহ অগণিত মতুয়া ভক্তরা কামনা সাগরে স্নান করেই যেন তৃপ্তি লাভ করেন। ভক্তদের কথায়, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের পদধুলি রয়েছে এই ঠাকুরবাড়িত। আর ঠাকুরবাড়ির এই কামনা সাগরের জলে রয়েছে বিশেষ গুণ। আর তাই প্রতিবছর দল বেঁধে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন মতুয়া ভক্তরা।
advertisement
ঠাকুরনগরের মেলায় লক্ষ লক্ষ ভক্ত সমাগমে স্নানকালে কামনাসাগরের জল হয়ে যায় কালো। তবুও সেই জলেই চলে স্নান। জলের গুনগত মান যাচাই নয়, বরং একবার সেই জলে ডুব দিয়ে পূণ্য অর্জনের আশায় সকলেই নামেন কামনা সাগরে।
আরও পড়ুন-ঘনিয়ে আসছে ভয়ঙ্কর বিপর্যয়…! ৮ রাজ্য কাঁপবে তুমুল ভারী ঝড়-বৃষ্টিতে! ধুলোঝড়ের তাণ্ডব, কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD
শুধু স্নান নয়, ভক্তরা এই জল বাড়িতেও নিয়ে যান। সারাবছর সংরক্ষণ করে রাখেন। যেকোনও শুভ অনুষ্ঠানে তারা এই কামনা সাগরের জল ব্যবহার করে থাকেন বলেও জানান। আজ সারাদিন চলবে পুণ্য স্নান। বারুনি মেলা ও স্নান ঘিরে তাই করা নিরাপত্তা ঠাকুরনগর জুড়ে।
Rudra Narayan Roy