স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রেন জগদ্দল স্টেশনে ঢোকার আগে ট্রেন থেকে হঠাৎ পড়ে যান এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ঘটনাটি দেখে এলাকার এক যুবক তড়িঘড়ি আহতকে ভ্যানে করে নিয়ে যান ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের তরফে জানানো হয়, রোগীর অবস্থা আশঙ্কাজনক, তাই তাকে স্থানান্তর করতে হবে। সেই পরিস্থিতিতে হাসপাতালের কাছে সাহায্য চাওয়া হলেও তা মেলেনি বলেই অভিযোগ উঠছে। বরং স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, যেহেতু দুর্ঘটনাটি রেললাইনে ঘটেছে তাই দায়িত্ব রেল পুলিশের।
advertisement
অবশেষে উদ্ধারকারীরা আবার ভ্যানে করে আহতকে নিয়ে ফেরেন জগদ্দল স্টেশনে। দীর্ঘক্ষণ সেখানেই পড়ে থাকেন রোগী। পরে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যে প্রায় চার ঘণ্টা পরে তাকে পাঠানো হয় কল্যাণী স্টেট জেনারেল হাসপাতালে। বর্তমানে ওই ব্যক্তির অবস্থা সঙ্কটজনক বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে উঠছে একাধিক প্রশ্ন। একজন গুরুতর আহত মানুষকে একবার হাসপাতালে, আবার স্টেশনে ঘুরিয়ে প্রায় চার ঘণ্টা অবহেলায় ফেলে রাখা হল কেন! হাসপাতাল বা রেল পুলিশ, কারও দায়িত্ব নেওয়ার প্রবণতা দেখা গেল না কেন! বর্তমান পরিস্থিতিতে মানবিকতা কি তবে শুধুই মুখের কথা হয়ে দাঁড়িয়েছে? এমন নানা প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।
Rudra Narayan Roy