পরিবার সূত্রে জানা যায়, প্রায় ছ’মাস আগে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিল উত্তরপ্রদেশের বাসিন্দা সনু। দীর্ঘ খোঁজাখুঁজির পরেও কোনও খোঁজ না মেলায় দিশেহারা ছিলেন তার বাবা রমেশ, মা এবং বড় ভাই।
advertisement
ভাগ্যের ফেরে সনু ঘুরতে ঘুরতে চলে আসে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ এলাকায়। স্থানীয় বাসিন্দারা তাকে অচেনা অবস্থায় এদিক-ওদিক ঘুরতে দেখে পুলিশকে খবর দেন। পরে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তাকে উদ্ধার করে। নথি যাচাই-বাছাই ও পরিবারের সঙ্গে যোগাযোগের পর নিশ্চিত হওয়া যায় যে, ওই ছেলেটি আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। পরিবারের পাঠানো নথি ও ছবির ভিত্তিতে বিষয়টি যাচাই করেন পুলিশকর্মীরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খবর পেয়ে সনুর বাবা-মা ও বড় ভাই হিঙ্গলগঞ্জ থানায় ছুটে আসেন। ছয় মাস পর ছেলেকে কাছে পেয়ে তাদের মুখে হাসি আর চোখে জল। অবশেষে পুলিশের তত্ত্বাবধানে সনুকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আবেগে আপ্লুত পরিবার কৃতজ্ঞতা জানায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ও রাজ্য প্রশাসনকে।