উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের হরিমোহন দালাল গার্লস হাই স্কুলে তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে স্কুল পড়ুয়াদের সামনে স্বাধীনতা আন্দোলনের নানা অধ্যায় তুলে ধরা হয়। প্রদর্শনীতে বিশেষভাবে তুলে ধরা হয়েছে ইংরেজ শাসনকালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নানান চিত্র, বিপ্লবীদের জেলবন্দি জীবন ও সংগ্রামের ইতিহাস।
আরও পড়ুনঃ পচা পুকুরে ভেসে উঠল নিখোঁজ শিশুর দেহ! শিউরে ওঠা দৃশ্য, জনপ্রতিনিধির বিরুদ্ধে সরব এলাকাবাসী
advertisement
স্বাধীনতা আন্দোলনে যুক্ত থাকায় তৎকালীন অ-বিভক্ত ভারতের বিভিন্ন জেল যেমন সেলুলার জেল, আলিপুর জেল, চট্টগ্রাম, ঢাকা-সহ একাধিক কারাগারে কেমন দিন কাটাতে হয়েছে বিপ্লবীদের, তার দলিলও উঠে এসেছে প্রদর্শনীর ছবিতে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধু পাঠ্যবই নয়, আধুনিক থ্রিডি ছবির মাধ্যমে পড়ুয়াদের সামনে তুলে ধরা হয়েছে স্বাধীনতা সংগ্রামের নানা মুহূর্ত। নবাব সিরাজউদ্দৌলার সময়কাল থেকে শুরু করে ধাপে ধাপে ভারতের স্বাধীনতা সংগ্রামের পথ-পরিক্রমা, বিপ্লবীদের আত্মত্যাগ এবং সংগ্রামের ইতিহাস প্রাণবন্তভাবে উপস্থাপিত হয়েছে এই প্রদর্শনীতে। স্কুলের ছাত্রছাত্রীদের কাছে প্রদর্শনীটি হয়ে উঠেছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুধু ইতিহাস নয়, স্বাধীনতা সংগ্রামীদের অমর আত্মত্যাগের বার্তা তারা আরও কাছ থেকে উপলব্ধি করার সুযোগ পেয়েছে।