আরও পড়ুনঃ সর্বনাশ! বিটি রোডের ধারে লাইট পোস্টে বইছে কারেন্ট, হাত দিলেই খেল খতম, পৌরসভার আড়ালে কাদের কুকীর্তি?
২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ওই এলাকার বাসিন্দা রবি ভূঁইয়া পথদুর্ঘটনায় মারা যান। এরপর রবি ভূঁইয়ার পরিবার তাঁর বিমার জন্যে ক্লেম করে। সাত বছর পর সেই বীমার ১৫ লক্ষ টাকা পায় রবি ভূঁইয়ার পরিবার। আর এই কথা জানাজানি হতেই তাঁদের বাড়িতে তাণ্ডব শুরু হয়। স্থানীয় নেতা বিশ্বজিৎ মন্ডল মৃত রবি ভূঁইয়ার স্ত্রী এবং ছেলের উপর অকথ্য অত্যাচার শুরু করেন। বিশ্বজিৎ মন্ডল ২ লক্ষ টাকা দাবি করেন ওই পরিবারের কাছে। কিন্তু রবি ভূঁইয়ার পরিবার সেই টাকা দিতে অস্বীকার করায় শুরু হয় অত্যাচার।
advertisement
রবি ভূঁইয়ার বাড়িতে এসে তাঁর ছেলে ও স্ত্রীকে রীতিমতো মারধর করা এমনকি খুন করে দেওয়ার হুমকিও দেয় বলে অভিযোগে জানায় ভূঁইয়া পরিবার। গত ২১ অগাস্ট রাতে তাঁদের বাড়িতে চড়াও হয়ে রীতিমত তাণ্ডব চালান বিশ্বজিৎ। মারধর করেন এবং খুনের হুমকি দেন। এরপরেই ভূঁইয়া পরিবার পুলিশের দারস্ত হয়। মিনাখা থানায় ও বসিরহাট পুলিশ জেলার এসপি হোসেন মেহেদী হাসানকে ইমেল মারফত স্থানীয় নেতা বিশ্বজিৎ মন্ডলের অত্যাচারের কথা জানান।
ভূঁইয়া পরিবার ভয়ে, আতঙ্কে বাড়ি ছেড়ে ওই এলাকা থেকে অনেক দূরে একটি নির্জন জায়গায় একজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। তাঁদের দাবি, বিশ্বজিৎ মন্ডলকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।