হাসিনা সরকারের আমলের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের ভারতে অনুপ্রবেশের চেষ্টা, লুকিয়ে হাকিমপুর চেকপোস্ট পার... BSF যা খেল দেখাল
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নিয়ে অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বাংলাদেশের হাসিনা সরকারের আমলের উচ্চপদস্থ এক পুলিশ আধিকারিক। বিএসএফের হাতে গ্রেফতার।
স্বরূপনগর, উত্তর ২৪ পরগণা, অনুপম সাহাঃ বাংলাদেশের হাসিনা সরকারের আমলের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক গ্রেফতার। প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নিয়ে অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন তিনি। ভারতে ঢুকতেই আটক হন বিএসএফের হাতে। স্বরূপনগর থানার পুলিশের হাতে অভিযুক্তকে তুলে দেয় বিএসএফ।
উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত স্বরূপনগর থানার ভারত ও বাংলাদেশ সীমান্তে হাকিমপুর চেকপোস্টের ঘটনা। হাসিনা সরকারের আমলের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক আফরুজ্জামান বাংলাদেশের রংপুর মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ছিলেন। ইউনূস সরকার আসার পরে সাতক্ষীরা জেলার সীমন্ত লাগোয়া গ্রামে আত্মগোপন করেছিল তিনি। কিন্তু আজ সন্ধ্যার দিকে প্রাকৃতিক দুর্যোগের সুযোগে হাকিমপুর সীমান্ত দিয়ে এদেশে ঢোকার চেষ্টা করলে সীমান্ত রক্ষী বাহিনীর জাওয়ানরা আটক করে ওই আধিকারিককে। এরপর স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়।
advertisement
আরও পড়ুনঃ বাক্স ফেলে দৌড় লাগাল বাংলাদেশের দিকে, বাক্স খুলতেই চক্ষু চড়কগাছ বিএসএফের! উদ্ধার সেই ভয়ঙ্কর প্রাণী
এই ঘটনা বিএসএফ ও পুলিশ যৌথভাবে রাজ্যের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের লিখিতভাবে জানান। ইতিমধ্যে ভারতীয় হাই কমিশনারের কাছে আফরুজ্জামানের কাছ থেকে উদ্ধার হওয়া উপযুক্ত নথিপত্র তুলে দেওয়া হয়েছে। পুরো বিষয়টা ভারতীয় হাই কমিশনারের তরফে বাংলাদেশ হাই কমিশনারকে জানানো হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দৌড়ে পালাতে গিয়েও শেষ রক্ষা হল না, ডাকাতির আগেই ধৃত পাঁচ
আগামীকাল রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। দুই দেশের হাইকমিশনারের মধ্যে এই নিয়ে তথ্য আদান প্রদান করা হয়েছে। প্রাথমিক অনুমান, নিজের জীবন রক্ষার জন্ হাসিনা সরকারের আমলের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক আফরুজ্জামায বাংলাদেশে দীর্ঘ কয়েক মাস সীমন্ত এলাকায় আত্মগোপন করেছিলেন। এরপর শনিবার প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার সময় বিএসএফের হাতে পাকড়াও হন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 24, 2025 8:53 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাসিনা সরকারের আমলের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের ভারতে অনুপ্রবেশের চেষ্টা, লুকিয়ে হাকিমপুর চেকপোস্ট পার... BSF যা খেল দেখাল