TRENDING:

প্রাক্তন পুলিশকর্মীর ছেলেই ঘটাল এমন কাণ্ড? বাড়ির বাগান থেকে উদ্ধার...! তদন্তে পুলিশ

Last Updated:

North 24 Parganas News: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে নেশার আসর বসেছিল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়ঃ নেশার আসরে বচসার জেরে খুন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল মধ্যমগ্রামে। এদিন মধ্যমগ্রাম পুরসভার হুমায়ুনপুর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম বুদ্ধদেব মণ্ডল (২৪), বাড়ি আবাদালপুরে।
মধ্যমগ্রাম থানা
মধ্যমগ্রাম থানা
advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে প্রাক্তন পুলিশকর্মী মতিয়ার রহমানের বাড়িতে নেশার আসর বসেছিল। মতিয়ারের ছেলে আজাদ ও তাঁর কয়েকজন বন্ধু নিয়মিতই সেখানে এমন আড্ডা দিতেন বলে অভিযোগ। সেই আসর থেকেই বচসার জেরে এক বন্ধু বুদ্ধদেবের মৃত্যু হয় বলে প্রাথমিক অনুমান পুলিশের।

আরও পড়ুনঃ ফিরছে ৪ হাজার বছর পুরনো শিল্প! জেলার পুজো মণ্ডপে চোখধাঁধানো কাজ, দেখতে যাবেন তো?

advertisement

এদিন সকালে মতিয়ার রহমানের বাড়ির বাগানে রক্তাক্ত অবস্থায় বুদ্ধদেবের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন যুবক। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনায় আজাদ, তাঁর মা এবং আরও দুই বন্ধুকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রতিবেশীরা জানান, ওই বাড়িতে প্রায় প্রতিদিনই মদের আসর বসত, চিৎকার-চেঁচামেচি নিত্যদিনের ঘটনা ছিল। অভিযোগ, এর আগেও বিষয়টি নিয়ে পুলিশকে জানানো হয়েছিল। এমনকি কয়েকবার আজাদকে আটকও করেছিল পুলিশ। কিন্তু পরে ফের একই পরিস্থিতি তৈরি হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রাক্তন পুলিশকর্মীর ছেলেই ঘটাল এমন কাণ্ড? বাড়ির বাগান থেকে উদ্ধার...! তদন্তে পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল