TRENDING:

দিনেদুপুরে সোনার দোকানে দুঃসাহসিক কাণ্ড! দোকানদারের সামনে থেকে লক্ষাধিক টাকার গয়না লুঠ, কীভাবে এমন অসম্ভবকে সম্ভব করল চোরের দল?

Last Updated:

Gold Shop Loot: মঙ্গলবার দুপুর ১টার কিছু পরে দু'জন যুবক বাইকে করে সোনার দোকানে সামনে আসে। বাইকে থাকা একজন দোকানের ভিতরে ঢোকে। হঠাৎই দোকান থেকে ছুটে বেরিয়ে আসে ওই যুবক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মধ্যমগ্রাম, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: দিনেদুপুরে সোনার দোকানে দুঃসাহসিক চুরি। দোকানদারের সামনে থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে চম্পট দিল চোর। দোকানের বাইরেই বাইক নিয়ে অপেক্ষা সাগরেদ। বাইক ছুটিয়ে দে দৌড়।
মধ্যমগ্রামে সোনার দোকানে দিনে দুপুরে দুঃসাহসিক চুরি
মধ্যমগ্রামে সোনার দোকানে দিনে দুপুরে দুঃসাহসিক চুরি
advertisement

আরও পড়ুনঃ এক ক্লিকে গোটা জেলা টিভির পর্দায়! নিরাপত্তায় আর কোনও আপস নয়, কন্ট্রোল রুম থেকে ২৪×৭ নজরদারি

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থানার অন্তর্গত আব্দুলপুর এলাকায় ভরদুপুর বেলায় সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্র জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ১টার কিছু পরে দু’জন যুবক বাইকে করে সোনার দোকানে সামনে আসে। বাইকে থাকা একজন দোকানের ভিতরে ঢুকে সোনার জিনিস দেখতে থাকে। হঠাৎই দোকান থেকে ছুটে বেরিয়ে আসে ওই যুবক। এরপর দু’জনে বাইক নিয়ে পালায়। দোকানদারের হাত থেকে কয়েক লক্ষ টাকার সোনার চেন ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুই বাইক আরোহী দুষ্কৃতী।

advertisement

আরও পড়ুনঃ বাজারে সামুদ্রিক মাছ, কাঁকড়ার ঘাটতি! পেশা ছাড়তে চাইছে সুন্দরবনের মৎস্যজীবীরা! হঠাৎ হল টা কী?

দোকানের মালিক এবং এলাকার কিছু স্থানীয় ব্যবসায়ী বাইকের পিছনে তাড়া করে। কিন্তু দুষ্কৃতীদের ধরতে পারেননি তাঁরা। এরপর খবর দেওয়া হল মধ্যমগ্রাম থানার পুলিশকে। মধ্যমগ্রাম থানার পুলিশ ঘটনাস্থল অর্থাৎ সোনার দোকানের এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে থেকে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দিনেদুপুরে সোনার দোকানে দুঃসাহসিক কাণ্ড! দোকানদারের সামনে থেকে লক্ষাধিক টাকার গয়না লুঠ, কীভাবে এমন অসম্ভবকে সম্ভব করল চোরের দল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল