TRENDING:

CV Anand Bose: কড়া নজরদারির মধ্যে সীমান্ত সফর, হাকিমপুরে রাজ্যপাল বোস! পৌঁছেই নিরাপত্তা নিয়ে আলোচনা

Last Updated:

CV Anand Bose: সীমান্তে কড়া নিরাপত্তার মধ্যেই হাকিমপুরে পৌঁছলেন রাজ্যপাল। পথে উপস্থিত এলাকাবাসীকে হাত নেড়ে অভিবাদন জানালেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্বরূপনগর, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: সীমান্তে কড়া নিরাপত্তার মধ্যেই হাকিমপুরে পৌঁছলেন রাজ্যপাল, এলাকাবাসীকে হাত নেড়ে অভিবাদন জানালেন। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের সীমান্ত এলাকা এদিন সকাল থেকেই ছিল উচ্চ সতর্কতায় মোড়া। রাজ্যপাল সি. ভি. আনন্দ বোসের সফরকে কেন্দ্র করে বিএসএফ ও জেলা পুলিশের কড়া নজরদারি চালানো হয় হাকিমপুর সীমান্তজুড়ে।
advertisement

১৪৩ নম্বর ব্যাটালিয়নের ডিআইজি, সিও-সহ শীর্ষ পদস্থ আধিকারিকরা সরজমিনে পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন। এরই মধ্যে সন্ধ্যায় হাকিমপুর সীমান্তে পৌঁছন রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস। পৌঁছে তিনি সাধারণ মানুষকে হাত নেড়ে অভিবাদন জানান। স্থানীয়দের শুভেচ্ছা গ্রহণ করেন হাসিমুখে। রাস্তাজুড়ে তাঁকে একবার দেখার জন্য ভিড় জমান বহু মানুষ। রাজ্যপালের গাড়িবহর এগিয়ে যাওয়ার সময় বহু বাসিন্দা হাত তুলে তাঁকে অভিবাদন জানালে তিনি পাল্টা হাত নেড়ে সাড়া দেন।

advertisement

আরও পড়ুন : নৈহাটি হাসপাতালে ‘মেগা আপগ্রেড’! মার্চেই খুলছে স্মার্ট ওপিডি, পাচ্ছে অত্যাধুনিক মেকানাইজড লন্ড্রি

হাকিমপুরে নেমেই প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন। সীমান্ত নিরাপত্তা, চোরাচালান রুখতে নজরদারি ও সাধারণ মানুষের নিরাপত্তা, এই বিষয়গুলিতেই তাঁর সঙ্গে প্রাথমিক কথা হয় বিএসএফ ডিআইজি, সিও ও জেলা পুলিশের আধিকারিকদের। রাজ্যপাল স্বরূপনগর–টাকি রোড ও তেতুলিয়া রোড ধরে হাকিমপুরে পৌঁছন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ধান কাটার মরশুমে বাঁকুড়ায় দলছুট দাঁতাল, বিভিন্ন রেঞ্জে রয়েছে আরও শ'খানেক
আরও দেখুন

পথে টাকি রোডের এক হোটেলে সংক্ষিপ্ত বিশ্রামের পর তিনি সীমান্ত রোড ধরে যাত্রা পুনরায় শুরু করেন। পথজুড়ে সাধারণ মানুষের অভিবাদনেই মুখর ছিল অঞ্চল। সীমান্তে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস। হাকিমপুর সীমান্তে তাঁর আগমন ঘিরে এলাকাজুড়ে এখন নিরাপত্তা ও উত্তেজনার সজাগ পরিবেশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CV Anand Bose: কড়া নজরদারির মধ্যে সীমান্ত সফর, হাকিমপুরে রাজ্যপাল বোস! পৌঁছেই নিরাপত্তা নিয়ে আলোচনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল