১৪৩ নম্বর ব্যাটালিয়নের ডিআইজি, সিও-সহ শীর্ষ পদস্থ আধিকারিকরা সরজমিনে পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন। এরই মধ্যে সন্ধ্যায় হাকিমপুর সীমান্তে পৌঁছন রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস। পৌঁছে তিনি সাধারণ মানুষকে হাত নেড়ে অভিবাদন জানান। স্থানীয়দের শুভেচ্ছা গ্রহণ করেন হাসিমুখে। রাস্তাজুড়ে তাঁকে একবার দেখার জন্য ভিড় জমান বহু মানুষ। রাজ্যপালের গাড়িবহর এগিয়ে যাওয়ার সময় বহু বাসিন্দা হাত তুলে তাঁকে অভিবাদন জানালে তিনি পাল্টা হাত নেড়ে সাড়া দেন।
advertisement
আরও পড়ুন : নৈহাটি হাসপাতালে ‘মেগা আপগ্রেড’! মার্চেই খুলছে স্মার্ট ওপিডি, পাচ্ছে অত্যাধুনিক মেকানাইজড লন্ড্রি
হাকিমপুরে নেমেই প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন। সীমান্ত নিরাপত্তা, চোরাচালান রুখতে নজরদারি ও সাধারণ মানুষের নিরাপত্তা, এই বিষয়গুলিতেই তাঁর সঙ্গে প্রাথমিক কথা হয় বিএসএফ ডিআইজি, সিও ও জেলা পুলিশের আধিকারিকদের। রাজ্যপাল স্বরূপনগর–টাকি রোড ও তেতুলিয়া রোড ধরে হাকিমপুরে পৌঁছন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পথে টাকি রোডের এক হোটেলে সংক্ষিপ্ত বিশ্রামের পর তিনি সীমান্ত রোড ধরে যাত্রা পুনরায় শুরু করেন। পথজুড়ে সাধারণ মানুষের অভিবাদনেই মুখর ছিল অঞ্চল। সীমান্তে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস। হাকিমপুর সীমান্তে তাঁর আগমন ঘিরে এলাকাজুড়ে এখন নিরাপত্তা ও উত্তেজনার সজাগ পরিবেশ।





