Naihati Hospital: নৈহাটি হাসপাতালে 'মেগা আপগ্রেড'! মার্চেই খুলছে স্মার্ট ওপিডি, পাচ্ছে অত্যাধুনিক মেকানাইজড লন্ড্রি

Last Updated:

Naihati Hospital: নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল পাচ্ছে অত্যাধুনিক স্মার্ট মেকানাইজড লন্ড্রি! মার্চে স্মার্ট ওপিডি শুরুর সম্ভাবনা।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: আর নোংরা থাকবে না সরকারি হাসপাতালের রোগীদের বেডের চাদর। নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে তৈরি হচ্ছে মেকানাইজড স্মার্ট লন্ড্রি। তার সুবিধা পাবে জেলা সহ পার্শ্ববর্তী জেলার হাসপাতালগুলিও। জানা গিয়েছে, নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে রোগী পরিষেবায় বড়সড় উন্নতি আনতে তৈরি হচ্ছে এই আধুনিক মেকানাইজড লন্ড্রি।
ডাক্তার-নার্সদের জীবাণুমুক্ত পোশাক, পরিষ্কার বেডশিট ও হাসপাতালের অন্যান্য কাপড় যথাযথভাবে ধোয়া ও ইস্ত্রি করার জন্য স্বাস্থ্য দফতর ৫.৫ কোটি টাকা বরাদ্দ করেছে। পূর্ত দফতরের তত্ত্বাবধানে তৈরি হওয়া এই লন্ড্রির মাধ্যমে উত্তর ২৪ পরগনা ও নদীয়া জেলার সমস্ত হাসপাতালের কাপড় পরিষ্কার করা হবে। রাজ্যের আরও বেশ কয়েকটি হাসপাতালেও এমন লন্ড্রি তৈরির পরিকল্পনা রয়েছে বলেই স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।
advertisement
advertisement
পাশাপাশি বদলে যাচ্ছে গোটা নৈহাটি হাসপাতালের পরিকাঠামো। ২ কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া স্মার্ট ওপিডি’র কাজ প্রায় ৭০ শতাংশ শেষ হয়েছে ইতিমধ্যেই। এই ওপিডি চালু হলে, ই-প্রেসক্রিপশনের মাধ্যমে চিকিৎসা দেওয়ার পাশাপাশি অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা মিলবে নৈহাটি শহর বিস্তীর্ণ এলাকার মানুষদের। হাসপাতালের বর্তমান ভবনটি প্রায় ৪০ বছরের পুরনো, তাই তা সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে এই হাসপাতালে ৩৫ জন চিকিৎসক ও ৪৫ জন নার্স কর্মরত। ১৩১টি বেড রয়েছে হাসপাতালে। হাসপাতালের সুপার ডাঃ অমিত দুবে জানান, নতুন বছরের মার্চের মধ্যেই স্মার্ট ওপিডি চালু হবে এবং এক বছরের মধ্যে লন্ড্রি পরিষেবাও শুরু হয়ে যাবে। ফলে উন্নত চিকিৎসা পরিষেবার পাশাপাশি জেলা ও পার্শ্ববর্তী জেলার হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই হাসপাতাল।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Naihati Hospital: নৈহাটি হাসপাতালে 'মেগা আপগ্রেড'! মার্চেই খুলছে স্মার্ট ওপিডি, পাচ্ছে অত্যাধুনিক মেকানাইজড লন্ড্রি
Next Article
advertisement
Cyclone Senyar Update: উত্তর-পশ্চিমে ক্রমশ এগোচ্ছে নিম্নচাপ, বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে! বাংলায় এর কী প্রভাব পড়তে পারে, জেনে নিন
উত্তর-পশ্চিমে ক্রমশ এগোচ্ছে নিম্নচাপ, বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে !
  • ক্রমশ উত্তর-পশ্চিমে এগোচ্ছে নিম্নচাপ !

  • বুধবারের মধ্যে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়?

  • জেনে নিন বঙ্গে এর কী প্রভাব পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement