দেগঙ্গা থানার রামনাথপুর এলাকার ঘটনা। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলামের একমাত্র আয়ের মাধ্যম মারুতী গাড়িটি। সেই গাড়িটি চালিয়ে ঘর সংসার চালাতেন তিনি। সারাদিন গাড়ি চালানোর পর বাড়ির পাশে গ্যারেজে থাকত তার মারুতিটি। কিন্তু কেউ বা কারা তার উপার্জনের একমাত্র সম্বল নষ্ট করে দিয়েছে।
আরও পড়ুন: ফুড ডেলিভারির আড়ালে ভয়ঙ্কর খেলা, চলছিল কোটি কোটি টাকার কারবার! হাতেনাতে ধরল পুলিশ
advertisement
গাড়ি মালিকের দাবি, প্রতিদিনের মতো গাড়ি রেখে গতকাল সপরিবারে গিয়েছিলেন আত্মীয়ের বাড়িতে। বুধবার সাতসকালে খবর পান রাতের অন্ধকারে কে বা কারা পেট্রোল ঢেলে মারুতি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। শীতের রাতে স্থানীয়রা বালতি দিয়ে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু সেই আগুনে পুড়ে ক্ষতি হয়েছে গাড়ির সামনে অংশের।
আরও পড়ুন: মুহূর্তের মধ্যে পুড়ে ছাই ঘর, সব হারিয়ে পথে বসল পরিবার! বরাতজোরে কোনওমতে প্রাণ রক্ষা
এখন কীভাবে ঘর সংসার চালাবেন,তা খুঁজে পাচ্ছেন না ওই ব্যক্তি। কেন এই ধরনের কাণ্ড ঘটানো হল, কা বুঝে উঠতে পারছে না তিনি। ব্যক্তিগত কোনও রোষ থেকেই এমন কাজ করা হয়েছে বলে তাঁর অনুমান। এই ঘটনার তদন্তের দাবি করেছেন তিনি। অন্যদিকে এই ঘটনার পর রোজগারের একমাত্র সম্বল হারিয়ে তিনি কীভাবে সংসার চালাবেন, তা বুঝে উঠতে পারছেন না।
