কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের সহযোগিতায় বিএসএফ উদ্যোগ নেয় কাঁটাতারের নতুন বেড়া নির্মাণের। স্থানীয়দের মতে, আগের বেড়া যথেষ্ট মজবুত ছিল না বলেই রাতের অন্ধকারে নজর এড়িয়ে বাংলাদেশি দুষ্কৃতীরা ঢুকে পড়ত এদেশে। শুধু তাই নয়, গরু, ছাগল থেকে শুরু করে নানা গৃহস্থালি সামগ্রী লুট করে পালাতো তারা। এবার পরিস্থিতি বদলাতে চলেছে। নতুন বেড়ার কাজ শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, এবার আর ওপার বাংলার দুষ্কৃতীরা সহজে প্রবেশ করতে পারবে না। ফলে গ্রামে আবার নিরাপত্তা ফিরবে, আতঙ্কমুক্তভাবে দিন কাটাতে পারবেন তারা।
advertisement
আরও পড়ুনঃ বাহারি মোমবাতি, হাতে তৈরি পারফিউম, গয়নার বিরাট সম্ভার ‘এই’ মেলায়! পুজোর আগে না গেলে চরম মিস
ঘোজাডাঙ্গা দক্ষিণপাড়া ছাড়াও উত্তরপাড়া ও পানিতর এলাকাতেও শুরু হয়েছে এই বেড়া তৈরির কাজ। নতুন কাঁটাতারের বেড়ার উচ্চতা হবে প্রায় ২০ ফুট। এর পাশাপাশি বেড়ার গা ঘেঁষে তৈরি হচ্ছে কংক্রিটের রাস্তা, যাতে সহজেই বিএসএফ নিয়মিত টহল দিতে পারে। গ্রামবাসীদের আশা, এই উদ্যোগে সীমান্ত সুরক্ষিত থাকবে এবং দীর্ঘদিনের ভয়-আতঙ্কের অবসান ঘটবে। নতুন বেড়া তাঁদের জীবনে আনবে নিরাপত্তা ও স্বস্তি।