উত্তর ২৪ পরগনার এই রাস্তা দিয়ে এলাকার প্রায় ১৫০টি পরিবারের মানুষ প্রতিদিন হাট-বাজার, হাসপাতাল, থানা, স্কুল-কলেজ, বিডিও অফিস সহ নানা প্রয়োজনীয় কাজে যাতায়াত করেন। রাস্তার দুই ধারে রয়েছে বিস্তীর্ণ চাষের জমি। কৃষকরা তাদের উৎপাদিত ধান-সবজি এই রাস্তা দিয়েই ঘরে তোলেন। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে দিনের পর দিন সমস্যায় পড়তে হচ্ছে কৃষক থেকে পড়ুয়া, রোগী থেকে সাধারণ মানুষ—সবাইকে।
advertisement
আরও পড়ুন: বারাসাত-বনগাঁ রুটে অত্যাধুনিক মাল্টিপ্লেক্স! দেখে নিন কোথায়! মিলবে কি কি সুবিধা
রাস্তার এমন পরিস্থিতি দীর্ঘদিন ধরে চললেও সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। স্থানীয় পঞ্চায়েত সদস্য অনিমেষ মণ্ডল জানিয়েছেন, রাস্তা সংস্কারের জন্য পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন, জেলা প্রশাসন, এমনকি বিভিন্ন দফতরে একাধিকবার আবেদন জানান হলেও কোন সুরাহা মেলেনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অবশেষে এলাকার মানুষের ক্ষোভে সরব হয়ে অনিমেষবাবু জানিয়েছেন, “এই রাস্তা আমাদের গ্রামের লাইফলাইন। সাধারণ মানুষ থেকে কৃষক—সকলের অসুবিধা হচ্ছে। যদি আগামী বিধানসভা নির্বাচনের আগেই রাস্তা সংস্কারের কাজ শুরু না হয়, তাহলে আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে দেব।” এখন দেখার, পঞ্চায়েত সদস্যের এই হুঁশিয়ারির পর প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয় কি না, নাকি আবারও সমস্যার গর্তেই আটকে থাকবে কাটাবাগান গ্রামের রাস্তা।
জুলফিকার মোল্যা