North 24 Parganas News: বারাসাত-বনগাঁ রুটে অত্যাধুনিক মাল্টিপ্লেক্স! দেখে নিন কোথায়! মিলবে কি কি সুবিধা

Last Updated:

North 24 Parganas News: দীর্ঘ প্রতীক্ষার অবসান, হাবরা পেল অত্যাধুনিক মাল্টিপ্লেক্স। ফলে বারাসাত-বনগাঁ রুটে বিনোদনের নতুন ঠিকানা হয়ে উঠতে চলেছে এটি।

+
মাল্টিপ্লেক্স

মাল্টিপ্লেক্স

উওর ২৪ পরগনা: দীর্ঘ প্রতীক্ষার অবসান, হাবরা পেল অত্যাধুনিক মাল্টিপ্লেক্স। ফলে বারাসাত-বনগাঁ রুটে বিনোদনের নতুন ঠিকানা হয়ে উঠতে চলেছে এটি। জেলায় বারাসতের পর এবার হাবরাতেও মিলবে অত্যাধুনিক মাল্টিপ্লেএক্সে সিনেমা দেখার আনন্দ। এদিন হাবরা জয়গাছি এলাকায় সিটি সেন্টারে উদ্বোধন হল উন্নত মানের ডলবি সাউন্ড সিস্টেম যুক্ত এই মাল্টিপ্লেক্সের, যার মধ্যে রয়েছে দুটি স্ক্রিন এবং শীততাপ নিয়ন্ত্রিত আরামদায়ক পরিবেশও।
উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন টলিউডের একাধিক তারকা অভিনেতা-অভিনেত্রীরা। আর প্রথম দিনেই দর্শকদের থেকে মিলল ব্যাপক সাড়া। তাই উত্তর ২৪ পরগনার হাবরা থেকে বনগাঁ এই বিস্তীর্ণ এলাকার মানুষদের সিনেমার বিনোদন নিতে আর বারাসাত কিংবা কলকাতায় যেতে হবে না। হাবরা, অশোকনগর, গাইঘাটা, বনগাঁ সহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষজন এখন থেকে এই মাল্টিপ্লেক্সে এসেই পছন্দের সিনেমা উপভোগ করতে পারবেন।
advertisement
advertisement
মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, এখানে নিয়মিত প্রদর্শিত হবে টলিউড, বলিউড ও হলিউডের সিনেমা। টিকিট কাটার সুবিধাও আধুনিক। দর্শকরা চাইলে অনলাইনে অগ্রিম টিকিট বুক করতে পারবেন, আবার সরাসরি কাউন্টারে এসেও নিজেদের সুবিধা মত সময় অনুযায়ী টিকিট সংগ্রহ করতে পারবেন। শুধু সিনেমা নয়, দর্শকদের জন্য রয়েছে নানা মুখরোচক খাবারের আয়োজনও। মাল্টিপ্লেক্সের মধ্যেই তৈরি হয়েছে ফুড কোর্ট, যেখানে সিনেমা শুরুর আগে কিংবা বিরতির সময়ে দর্শকরা উপভোগ করতে পারবেন পছন্দের ফুড আইটেম।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত টলিউড তারকারা জানান, হাবরার মত জায়গায় এমন একটি আন্তর্জাতিক মানের মাল্টিপ্লেক্স উদ্বোধন নিঃসন্দেহে বড় দৃষ্টান্ত। এখানকার মানুষদেরও সিনেমা হল নিয়ে গর্ব করার মত পরিকাঠামো তৈরি হল। প্রথম দিনেই স্থানীয় বাসিন্দারা ভিড় করেন সিনেমা দেখতে। অনেকেই জানান, “এতদিন ধরে আমাদের এখানকার মানুষদের সিনেমা দেখতে বারাসাত বা কলকাতা যেতে হত। এখন এই মাল্টিপ্লেক্স হওয়ায় হাতে সময়ও বাঁচবে, আর নিজের শহরেই আধুনিকভাবে সিনেমা দেখার অভিজ্ঞতা হবে।” মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, দর্শকদের সুবিধার দিকে লক্ষ্য রেখে ভবিষ্যতে আরও নানা পরিষেবা বা বিশেষ স্ক্রিনিং এর আয়োজন করা হবে। তাই বিনোদনের এই নতুন ডেস্টিনেশন হয়ে উঠতে চলেছে হাবরার অন্যতম আকর্ষণের কেন্দ্র বিন্দু।
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বারাসাত-বনগাঁ রুটে অত্যাধুনিক মাল্টিপ্লেক্স! দেখে নিন কোথায়! মিলবে কি কি সুবিধা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement