TRENDING:

ভিটেমাটি ছেড়ে ত্রাণ শিবিরে নয়...! নেই খাবার, ওষুধ, বনগাঁর জলমগ্ন গৃহবন্দি ৭৩ পরিবারের কঠিন লড়াই

Last Updated:

টানা চলা বৃষ্টির জেরে জলবন্দি সীমান্ত এলাকা কামদেবপুরের বিস্তীর্ণ এলাকার মানুষ। বনগাঁ ব্লকের আকাইপুর গ্রাম পঞ্চায়েতের কামদেবপুর বেদপাড়া এলাকার প্রায় ৭৩ টি পরিবার এখন কার্যত ঘরবন্দি হয়ে রয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: টানা চলা বৃষ্টির জেরে জলবন্দি সীমান্ত এলাকা কামদেবপুরের বিস্তীর্ণ এলাকার মানুষ। বনগাঁ ব্লকের আকাইপুর গ্রাম পঞ্চায়েতের কামদেবপুর বেদপাড়া এলাকার প্রায় ৭৩ টি পরিবার এখন কার্যত ঘরবন্দি হয়ে রয়েছেন। বন্ধ রোজগার, শুকনো খাবারেরও সঙ্কট, নেই ওষুধ এমন পরিস্থিতিতে সন্তান ও বৃদ্ধ মানুষজনদের নিয়ে কঠিন লড়াই চালাচ্ছেন তারা। এমন দুর্দশার কথা স্থানীয় প্রশাসনকে জানালেও মেলেনি কোন সুরাহা।
advertisement

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার জানান সত্ত্বেও এখনও পর্যন্ত পঞ্চায়েতের পক্ষ থেকে কোনও ভূমিকা নেওয়া হয়নি। বরং সমস্যার কথা বলতে গিয়ে দুর্ব্যবহারের শিকার হতে হয়েছে বলেও দাবি করেন অনেকেই। ফলে পঞ্চায়েত প্রধানের ভূমিকা নিয়েও উঠছে বড় প্রশ্ন।

আরও পড়ুন: নড়বড়ে বাঁশের সাঁকোয় সুতোয় ঝুলছে দুই ২৪ পরগনা…! ভয়ঙ্কর ভিডিও দেখলে আপনিও ১০ বার ভাববেন, কী করে চলে!

advertisement

View More

এদিন উত্তর ২৪ পরগনার ওই জলমগ্ন এলাকায় গিয়ে দেখা গেল, ঘর বাড়ি সহ গোটা এলাকায় ডুবে রয়েছে কোথাও হাঁটু সমান জল কোথাও গোড়ালি ডোবা। তার মধ্যেই সাপের আতঙ্ক। শিশুদের নিয়েও চিন্তায় বেশ কিছু পরিবার। এদিন এলাকাবাসীরা সরব হন ত্রাণের দাবিতে। তাঁরা জানান, যদি দ্রুত ত্রাণ এবং সাহায্য না মেলে, তবে রাস্তা অবরোধ ও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

অন্যদিকে, আকাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পূরবী সরকার জানান, ত্রাণ শিবির খোলা হয়েছে। তারা সেখানে আসলে সমস্ত পরিষেবা দেওয়া হবে। তবে অনেকেই নিজেদের ভিটে মাটি ছেড়ে শিবিরে যেতে চাইছেন না, এটাই মূল সমস্যা। কিন্তু স্থানীয়দের বক্তব্য, কষ্ট করে তৈরি করা ভিটেমাটি ছেড়ে ত্রাণ শিবিরে গিয়ে থাকা তাঁদের পক্ষে সম্ভব নয়। দ্রুত জল না নেমে গেলে এবং প্রশাসনিক সহায়তা না মিললে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেই আশঙ্কা। প্রশাসনের তরফ থেকে এখন কী সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই তাকিয়ে কামদেবপুরের এই অসহায় পরিবারগুলি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে হঠাৎই একটি ভূতুড়ে বাড়ির খোঁজ মিলল দুর্গাপুর শিল্পাঞ্চলে, ব্যাপারটা কী!
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভিটেমাটি ছেড়ে ত্রাণ শিবিরে নয়...! নেই খাবার, ওষুধ, বনগাঁর জলমগ্ন গৃহবন্দি ৭৩ পরিবারের কঠিন লড়াই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল