TRENDING:

যশোর রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা, বাসের তলায় প্রাণ গেল স্কুটি চালকের! দোষ কার? যা বলছেন বাসিন্দারা

Last Updated:

বেপরোয়া গতিতে আসা একটি সরকারি বাসের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই স্কুটি আরোহীর বলেই দাবির স্থানীয়দের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মধ্যমগ্রাম, উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: মধ্যমগ্রামে বেপরোয়া সরকারি বাসের ধাক্কায় মৃত্যু স্কুটি আরোহীর। সপ্তাহের শুরুতেই মধ্যমগ্রামের যশোর রোডের বিবেকানন্দ কলেজ স্টপেজের কাছে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া গতিতে আসা একটি সরকারি বাসের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই স্কুটি আরোহীর বলেই দাবির স্থানীয়দের। মৃত ব্যক্তি হৃদয়পুর কৈলাস নগরে থাকেন বলে জানা গিয়েছে। বছর ৫৩ এর মৃত স্কুটি আরোহীর নাম নিমারুন দাস।
যশোর রোড মধ্যমগ্রাম
যশোর রোড মধ্যমগ্রাম
advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি হেলমেট পরে স্কুটি চালাচ্ছিলেন। হঠাৎই রাস্তার উপর স্কুটিটি স্কিট করে পড়ে যায়। ঠিক সেই সময় পিছন দিক থেকে দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে, ব্রেক কষে দাঁড়ানোর চেষ্টা চালালেও ধাক্কা লাগে তার। ঘটনাস্থলেই গুরুতর আহত হন ওই আরোহী। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।

advertisement

আরও পড়ুন: তাক লাগাল নয়া বিজনেস আইডিয়া, বাড়িতে বসেই আসানসোলের যুবতী করছেন ‘এই’ কাজ! লুফে নিচ্ছেন ক্রেতারা

View More

চিকিৎসকদের অনুমান ইন্টারনাল হেমারেজের কারণেই মৃত্যু হয়েছে ব্যক্তির। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা বাসটিকে ঘিরে ফেলে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসচালক সহ বাসটিকেও  আটক করা হয়েছে পুলিশের তরফে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
তমলুকে চলছে আজও এই প্রথা, কী জানেন
আরও দেখুন

স্থানীয় এলাকার মানুষজন জানাচ্ছেন, একের পর এক দুর্ঘটনা ঘটে যশোর রোডের এই অংশে। ট্রাফিক পুলিশের তরফ থেকে সাময়িক নিয়ন্ত্রণ করা হলেও, সেভাবে কাজ দেয় না নজরদারি। ফলে যশোর রোডে যাতায়াত করাই যেন এখন ভয় হয়ে গিয়েছে। বিষয়টি প্রশাসনের আরও কড়া নজরদারিতে দেখা উচিত।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
যশোর রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা, বাসের তলায় প্রাণ গেল স্কুটি চালকের! দোষ কার? যা বলছেন বাসিন্দারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল