প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, এদিন উত্তর ২৪ পরগনার ইছামতী নদীর ধারে তারাগুনিয়া ঘাট সংলগ্ন রাস্তায় দিয়ে চার জন কলেজ পড়ুয়া একটি চার চাকার গাড়ি যাচ্ছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা।
আরও পড়ুন: টোটো-৪০৭, বাস-লরি মুখোমুখি সংঘর্ষ…! ব্যাক টু ব্যাক দুর্ঘটনা জাতীয় সড়কে, মৃত ২, আহত ১৩
advertisement
এক্ষেত্রে গাড়িতে থাকা চারজন প্রাণে বাঁচলেও গাড়িটি নদীর জলে তলিয়ে যায়। ডুবুরি না থাকায় স্থানীয় বাসিন্দারাই নৌকা নামিয়ে গাড়ি খোঁজার কাজ শুরু করেন। এখনও পর্যন্ত গাড়ির খোঁজ না মিললেও তল্লাশি অব্যাহত রয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার খবর পেয়ে বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। গাড়িটিকে কীভাবে উদ্ধার করা যায় তৎপরতার সঙ্গে প্রচেষ্টা চলছে। গোটা এলাকায় ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। নদীর পাড়ে ভিড় জমেছে বহু উৎসুক মানুষের।
জুলফিকার মোল্যা