আজও কাঁচা রাস্তা, কোথাও হাঁটুসমান জল, কোথাও বা কাদা আর গভীর গর্ত। আধুনিক অ্যাম্বুল্যান্স তো দূরের কথা, মোটরচালিত যানবাহনই চলাচল করতে পারে না এই রাস্তায়। ফলে অসুস্থদের হাসপাতালে পৌঁছনোর একমাত্র ভরসা হয়ে উঠেছে কাঠের ডুলি। এদিন দেখা গেল, এক বৃদ্ধ অসুস্থ মহিলাকে ডুলি শুইয়ে জল-কাদা রাস্তা পেরিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছেন কয়েকজন যুবক।
advertisement
আরও পড়ুন: স্কুলে এত বড় কান্ড…! চলছে ৩ বছর ধরে, জানেনই না প্রাথমিক সংসদের চেয়ারম্যান! অবাক অভিভাবকরা
এই চিত্র যেন একপাশে ডিজিটাল ইন্ডিয়ার উজ্জ্বল বিজ্ঞাপন, আর অন্যপাশে বাস্তব ভারত যেখানে নাগরিকের জীবনের মূল্য আজও অবহেলায় ঢাকা। উত্তর ২৪ পরগনার ওই এলাকার স্থানীয়দের ক্ষোভ, বহু বছর ধরে আবেদন জানালেও কোনও কাজ হয়নি। ‘এই রাস্তায় আজও কোনওদিন পিচ পড়েনি,’ বললেন এলাকার এক প্রবীণ বাসিন্দা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, জীবন যেন প্রতিনিয়ত দুঃসাহসিক অভিযানে পরিণত হয়। “২০২৫ সালে দাঁড়িয়ে যদি রোগীকে দোলনায় টানতে হয়, তবে উন্নয়নের গল্প আমাদের কোনও লাভ দেয় না,”—আক্ষেপ এক যুবকের। গ্রামবাসীদের একটাই দাবি—শুধু নির্বাচনের সময় প্রতিশ্রুতি নয়, এখন চাই স্থায়ী ও কার্যকর পদক্ষেপ। কারণ এই অবস্থা শুধু অমানবিক নয়, একেবারে অগ্রহণযোগ্য।
জুলফিকার মোল্যা