স্কুলে এত বড় কান্ড...! চলছে ৩ বছর ধরে, জানেনই না প্রাথমিক সংসদের চেয়ারম্যান! অবাক অভিভাবকরা

Last Updated:

বিগত তিন বছর যাবৎ শহরের খাদিমপুর প্রাথমিক বিদ্যালয়ে এত বড় কান্ড ঘটে চলেছে, পানীয় জলের সমস্যায় ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা।

+
খাদিমপুর

খাদিমপুর প্রাথমিক বিদ্যালয়

দক্ষিণ দিনাজপুর: ক্লাসরুম ভর্তি রয়েছে ছাত্রছাত্রী থেকে পর্যাপ্ত শিক্ষক। তবে বিদ্যালয়ে পানীয় জলের কোনও ব্যবস্থা নেই। অভিযোগ বিগত তিন বছর যাবৎ শহরের খাদিমপুর প্রাথমিক বিদ্যালয়ে পানীয় জলের সমস্যায় ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। যা নিয়ে অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। তবে, তিন বছর ধরে পানীয় জলের ব্যবস্থা না থাকলেও স্কুল কর্তৃপক্ষের হেলদোল নেই। প্রাথমিক স্কুলের শিশুদের ভরসা করতে হয় হাইস্কুলের পানীয় জলের উপরে। এনিয়ে শিশুরাও তাদের হয়রানির অভিযোগ তুলেছে।
পানীয় জলের সমস্যা সমাধানের জন্য ছোট ছোট বাচ্চাদের আর কতদিন অপেক্ষা করতে হবে! তবে রাজ্যে জুড়ে ঘরে ঘরে পানীয় জলের প্রকল্প পৌঁছালেও, বর্তমানে এই প্রাথমিক বিদ্যালয়ে নেই পানীয় জলের ব্যবস্থা। কবে হবে পানীয় জলের ব্যবস্থা তার দিকে তাকিয়ে আছেন সকলেই।
advertisement
advertisement
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে তিন বছর যাবৎ পানীয় জলের ব্যবস্থা নেই বিষয়টি জানেন না প্রাথমিক সংসদের চেয়ারম্যান। স্কুলের ছোট ছোট শিশুরা বাড়ি থেকে পানীয় জল নিয়ে আসে। কোন কারণে সেই জল খেয়ে শেষ করে ফেললে তারা আর পানীয় জল খেতে পায় না। বাধ্য হয়ে তাদেরকে ছুটতে হয় হাইস্কুলের আর্সেনিক ও আয়রন যুক্ত জল নিতে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে অভিভাবকদের একাংশের আরও অভিযোগ, ওই স্কুলের প্রধান শিক্ষক গত দুই মাস ধরে ছুটিতে ছিলেন। ফলে নানা ধরনের সমস্যায় পড়তে হয়। এনিয়ে স্কুলের কিছু শিক্ষক শিক্ষিকারও সমস্যার কথা শিকার করেছে। যদিও বা প্রধান শিক্ষক স্কুলে দুইদিন আগেই পুনরায় জয়েন করেছে। সেক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে গিয়েছে বলে প্রধান শিক্ষক জানিয়েছেন। অভিভাবকদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই স্কুলের দিকে যেন সুদৃষ্টি দেয় এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করে।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
স্কুলে এত বড় কান্ড...! চলছে ৩ বছর ধরে, জানেনই না প্রাথমিক সংসদের চেয়ারম্যান! অবাক অভিভাবকরা
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement