হিঙ্গলগঞ্জের সীমান্তবর্তী দুলদুলি এলাকা থেকে তিন বাংলাদেশিকে গ্রেফতার করল হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে দুলদুলি এলাকায় পৌঁছয় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এবং সন্দেহভাজন ওই তিনজন বাংলাদেশিকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর জানা যায়, তারা অবৈধভাবে ভারতীয় সীমান্তবর্তী জল সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে এ দেশে প্রবেশ করেছে।
আরও পড়ুন: দাম ৫০ টাকা থেকে ১০ হাজার! পুজোর দেবীর সাজের চাহিদা তুঙ্গে, তবুও আক্ষেপ শিল্পীদের! কেন?
advertisement
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বাড়ি বাংলাদেশের যশোর এলাকায়। ধৃত এই তিন বাংলাদেশির বিরুদ্ধে আইনি মামলা রুজু করে সোমবার তাদের পাঠান হয় বসিরহাট আদালতে। এখন প্রশ্ন হল তারা কেন বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন? তাদের যখন আদালতে পেশ করা হচ্ছিল তখন সাংবাদিকদের ক্যামেরার সামনে তারা তাদের এইভাবে ভারতে অনুপ্রবেশের কারণ জানিয়েছেন।
আরও পড়ুন: ৫ লক্ষ টাকার ডিল, ভগ্নিপতিই আসল ‘খিলাড়ি’! এবার নিয়ামতপুর কাণ্ডে পুলিশের হাতে ‘বড় গ্যাঙ’
ধৃত জাহাঙ্গীর আলম জানিয়েছেন, তিনি এবং তার স্ত্রী বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে পা রেখেছিলেন কাজের জন্য। অন্যদিকে স্বপন নামে আরেকজনের দাবি, তার বাবা এসেছিলেন এবং মারা গিয়েছেন। তার আর কেউ নেই, সেই কারণেই তিনি এইভাবে ভারতে অনুপ্রবেশ করেন। যদিও হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তাদের এইভাবে অনুপ্রবেশ্যের কারণ খতিয়ে দেখার কাজ শুরু করেছে।