ঘটনায় কমবেশি ৫ থেকে ৬ জন আহত হয়েছেন। তাদের ইতিমধ্যেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি হঠাৎ বেপরোয়া গতিতে একের পর এক পথচারীকে ধাক্কা দিতে থাকে। প্রথমে ধারণা করা হয় অতিরিক্ত গতির জন্যই এমন ঘটনা ঘটেছে। তবে পরে পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে স্টিয়ারিং লক হয়ে যাওয়ার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল।
advertisement
আরও পড়ুন : সুপারস্টারদের ঠাসা অনুষ্ঠান, তালিকায় জিৎ থেকে জাভেদ আলী! দুর্গাপুর উৎসবে চাঁদের হাট
দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নিউটাউন থানার পুলিশ দ্রুত পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত ইভি গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ ওই রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গাড়িটির যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণের সমস্যা নাকি অতিরিক্ত গতি, তা জানতে তদন্ত শুরু করা হয়েছে বলেই পুলিশের তরফে জানানো হয়েছে। অন্যদিকে এই ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। চিন্তায় রয়েছেন আহতদের পরিবারের সদস্যরা। পাশাপাশি, দুর্ঘটনা গাড়িতে কেন এমন সমস্যা হল, সেই বিষয়টিও চিন্তায় ফেলেছে অনেককে।






