বিদ্যুৎ দফতর সূত্রে জানা যায়, বেশ কয়েকজন বাসিন্দা দীর্ঘদিন ধরে বিদ্যুতের বিল পরিশোধ করছেন না। কর্মীরা বারবার বাড়িতে গিয়ে সতর্ক করেছিলেন। মাইকিং করেও জানানো হয়েছিল যে, কোনও সমস্যা থাকলে দফতরে যোগাযোগ করতে হবে। কিন্তু অভিযোগ, তাতেও সাড়া দেননি অভিযুক্তরা।
advertisement
এদিন বিদ্যুৎ দফতরের আধিকারিক ও কর্মীরা বকেয়া আদায় এবং প্রয়োজন হলে সংযোগ বিচ্ছিন্ন করতে ওই এলাকায় পৌঁছন। এরপরেই শুরু হয় তর্ক-বিতর্ক। অভিযোগ, সুশান্ত সরকার, নেপাল সরকার, গোপাল সরকার ও রাকেশ গায়েন মিলে বিদ্যুৎ কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এরপর কর্মীদের ওপর চড়াও হয়ে মারধর করা হয়। তাদের মোবাইল ফোন ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ।
খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ নেপাল সরকারকে গ্রেফতার করেছে, বাকিরা পলাতক। ধৃতকে এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিদ্যুৎ দফতরের কর্মীদের দাবি, সরকারি কাজে বাধা দেওয়ার এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে এমন ঘটনার মধ্যে কর্মীদের আর পড়তে না হয়।






