আরও পড়ুনঃ পুকুরে ত্রিপলে মোড়া কী যেন ভাসছে! কাছে যেতেই বুক কেঁপে উঠল সকলের, একরত্তির এমন নৃশংস পরিণতি করল কে?
উত্তর ২৪ পরগনার কদম্বগাছি হেমন্ত বসুনগর কলোনির পূর্ব ইছাপুরের প্রবীণ বাসিন্দা সুজিত রায় একটি জমি বিক্রয় করেছেন। জমি বিক্রি করার বিনিময়ে এলাকার স্থানীয় প্রভাবশালী পঞ্চায়েত সদস্যের ছেলে তৃণমূল নেতা স্বদেশ মণ্ডল তার কাছ থেকে চল্লিশ হাজার টাকা দাবি করেছেন। সেই টাকা দিতে অস্বীকার করেন সুজিতবাবু। এরপরেই মারধরের ঘটনা।
advertisement
একা পেয়ে স্টেশন চত্বরে স্বদেশ তার দলবল নিয়ে প্রৌঢ়কে বাঁশ দিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করিয়ে কদম্বগাছি থানায় নিয়ে যায়। গোটা ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন ওই প্রৌঢ় কদম্বগাছি ফাঁড়িতে। পৌঢ়ের আরও অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় তোলাবাজি করেন পঞ্চায়েত সদস্যের ছেলে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ জঙ্গলমহলের হারিয়ে যাওয়া গাছ রক্ষা করতে অভিনব উদ্যোগ বনবিভাগের! পড়ানো হল জীববৈচিত্রের পাঠ
অন্যদিকে এই বিষয়ে অভিযুক্ত স্বদেশ মণ্ডলের দাবি, সম্পূর্ণভাবে তাকে কালিমালিপ্ত করা হচ্ছে। তিনি গতকাল থেকে কদম্বগাছি এলাকায় ছিলেন না। এলাকার স্থানীয় একটি পুজোকে কেন্দ্র করে স্থানীয় পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী এই ধরনের ষড়যন্ত্র তৈরি করছেন। এমন ঘটনা সাজানোর জন্য সম্পূর্ণভাবে দায়ী করেছেন কদম্বগাছি পঞ্চায়েত প্রধান মাধুরী মণ্ডল ও তার স্বামীকে।
পাল্টা এই বিষয়ে কদম্বগাছি পঞ্চায়েতের প্রধান মাধুরী মন্ডলের দাবি, “কাঠমানি চাওয়ার অভিযোগে তার সঙ্গে বচসা। দলের নাম ভাঙিয়ে তোলাবাজি করছেন এই তৃণমূল কর্মী। পাশাপাশি আমার এবং আমার স্বামীর নামে যে অভিযোগ তিনি তুলেছেন তা প্রমাণ করতে হবে”। তোলাবাজি করেছে তৃণমূল নেতা অভিযোগ হয়েছে, সেখানে কেন পঞ্চায়েত প্রধানকে জড়ানো হচ্ছে তিনি দলকে ব্যাপারটি জানাবেন।