TRENDING:

North 24 Parganas News: পরীক্ষা চলাকালীন বনগাঁর স্কুলে হাড়হিম করা কাণ্ড! সহপাঠীকে ছুরি মারার অভিযোগ অষ্টম শ্রেণির পড়ুয়ার বিরুদ্ধে

Last Updated:

North 24 Parganas News: স্কুলের গেটের সামনে নবম শ্রেণির এক পড়ুয়াকে ছুরি মারার অভিযোগ উঠল অষ্টম শ্রেণির এক পড়ুয়ার বিরুদ্ধে। বনগাঁ নগেন্দ্রনাথ বিদ্যাপীঠে পরীক্ষা চলাকালীন এমন রক্তারক্তি কাণ্ডে চাঞ্চল্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বনগাঁ, উত্তর ২৪ পরগনা, অনিরুদ্ধ কির্তনীয়া: স্কুলের গেটের সামনে নবম শ্রেণির এক পড়ুয়াকে ছুরি মারার অভিযোগ উঠল অষ্টম শ্রেণির এক পড়ুয়ার বিরুদ্ধে। বনগাঁ নগেন্দ্রনাথ বিদ্যাপীঠে পরীক্ষা চলাকালীন এমন রক্তারক্তি কাণ্ডে চাঞ্চল্য।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাইরে বের হতে স্কুলের গেটের সামনে নবম শ্রেণির এক পড়ুয়ার পিঠে ছুরি মারার অভিযোগ উঠেছে অষ্টম শ্রেণির এক পড়ুয়ার বিরুদ্ধে। আহত অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন পড়ুয়া।

আরও পড়ুনঃ কান ফাটানো মডিফায়েড সাইলেন্সার নিয়ে কড়াকড়ি ট্রাফিক গার্ডের! ‘দানব’ বাইক দমনে পুলিশের নাকা চেকিং

advertisement

আহত পড়ুয়ার পরিবারের দাবি, বনগাঁ নগেন্দ্রনাথ বিদ্যাপীঠে আজ, বৃহস্পতিবার পরীক্ষা চলছিল। পরীক্ষা দিতে গিয়েছিল ওই নবম শ্রেণীর পড়ুয়া। পরিবারের দাবি, পরীক্ষা দিয়ে স্কুলের গেট থেকে বেরিয়ে ছাত্র দেখে কয়েকজন পড়ুয়াদের মধ্যে ঝামেলা চলছে। সেই ঝামেলা মিটাতে গিয়ে ছুটির কোপ বসে পড়ুয়ার পিঠে। অষ্টম শ্রেণীর এক পড়ুয়া তাকে ছুরি দিয়ে আঘাত করে।

advertisement

আরও পড়ুনঃ তিস্তাপাড়ে অজগরের রহস্যমৃত্যু! ৯ ফুট পাইথনের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, ময়নাতদন্তের দাবি এলাকাবাসীর

পরিবারের আরও দাবি, এই ঘটনার পর আহত পড়ুয়াকে হাসপাতালে না নিয়ে গিয়ে বাড়ি পাঠিয়ে দেন শিক্ষকেরা। পরবর্তীতে পরিবারের লোকেরা তাকে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন রয়েছে আহত ওই পড়ুয়া। কী কারনে তাকে ছুরি মারা হয়েছে তা নিয়ে ধন্দে পরিবার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাসপাতালে বাজছে গান, মিউজিক থেরাপিতে চিকিৎসার ফলও মিলছে আরও ভাল
আরও দেখুন

এই ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য অভিভাবকদের মধ্যে। পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। পুলিশ সূত্রে খবর, কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু হয়েছে। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, খোঁজ খবর নিয়ে তিনি পরে জানাবেন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: পরীক্ষা চলাকালীন বনগাঁর স্কুলে হাড়হিম করা কাণ্ড! সহপাঠীকে ছুরি মারার অভিযোগ অষ্টম শ্রেণির পড়ুয়ার বিরুদ্ধে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল