চোখের পলকে ঘটে যাওয়া দুর্ঘটনায় এলাকায় ছড়ায় চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: মেদিনীপুরের চাষিরা মাঠে ফলাচ্ছেন সোনার ফসল, পিস প্রতি লাভ ১৯ টাকা! বড়লোক হওয়ার বড় সুযোগ ‘এই’ চাষে
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি একজন যুবক হলেও এখনও পর্যন্ত তাঁর নাম ও পরিচয় জানা যায়নি। দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর ঘাতক ১০৭ গাড়িটি পালিয়ে যায়। গাড়ি ও চালকের সন্ধানে তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার সময় ওই রাস্তায় যান চলাচল ছিল স্বাভাবিক। হঠাৎ করেই পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা ১০৭ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে ধাক্কা মারে। তীব্র শব্দে মুহূর্তে এলাকাবাসী ছুটে আসে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার ওই অংশে প্রায়ই ভারী যানবাহনের বেপরোয়া চলাচল হয়, যার ফলে দুর্ঘটনা লেগেই থাকে। পুলিশ ইতিমধ্যেই রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ঘটনার জেরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থার জোরদার দাবি উঠেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দোষীদের শনাক্ত করতে সবরকম প্রচেষ্টা চলছে। অন্যদিকে এমন দুর্ঘটনায় এলাকার মানুষদের মধ্যে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, ঠিক সেইরকমই আতঙ্ক বাড়ছে।






