যদিও এই রাস্তাটির একাধিকবার সংস্কার হয়েছে, তবুও প্রাথমিক সমস্যা থেকে যায়—রাস্তা অত্যন্ত সরু। যার ফলে বড় গাড়ি চলাচলের সময় বিপত্তি দেখা দেয়। একদিকে বড় গাড়ি চললে বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়িকে দাঁড়িয়ে পড়তে হয়। ফলে যাত্রীদের পড়তে হয় দীর্ঘ যানজটে। এছাড়াও সরু রাস্তায় নিয়মিতই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। প্রতিদিন অসংখ্য স্কুল পড়ুয়া, চাকরিজীবী ও রোগী এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। যেকোন মুহূর্তেই ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা।
advertisement
আরও পড়ুন: রোজগারের নতুন দিশা! পুকুর থাকলেই মিলছে বিনামূল্যে মাছ! দুর্দান্ত পদক্ষেপ প্রশাসনের
উত্তর ২৪ পরগনার ওই এলাকাবাসীদের ক্ষোভ, “এই রাস্তাটি আমাদের জীবনের লাইফলাইন। কিন্তু এত সরু যে চলাচল করাই দায়। প্রশাসনের কাছে আমাদের দাবি, এই রাস্তাটি দ্রুত প্রশস্ত করা হোক। নয়তো পরিস্থিতি আরও জটিল হবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিত্যদিন এই রাস্তায় ছোট থেকে বড় গাড়ি, অটো, বাইক ও সাইকেলের ভিড় লেগেই থাকে। বিশেষ করে সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে রাস্তার দু’ধারে দোকানপাট ও বাজারের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। যাত্রী ও পথচারীদের হাঁটা পর্যন্ত দায় হয়ে পড়ে। একই সঙ্গে প্রয়োজন উপযুক্ত রাস্তা রক্ষণাবেক্ষণ ও নজরদারি। দীর্ঘদিনের এই অবহেলা থেকে মুক্তি পেতে এলাকার মানুষ এখন ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলছেন-রাস্তা প্রশস্ত হোক, প্রাণ বাঁচুক!
জুলফিকার মোল্যা