উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী, বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) দুর্বার ব্যানার্জী, বারাসাতের এসডিপিও বিদ্যাগর আজিংকা অনন্ত সহ বিশিষ্ট অতিথিরা। দু’দিনব্যাপী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পুলিশের কয়েকশো পুলিশকর্মী অংশ নেন। পাশাপাশি অতিথিরাও বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন।
advertisement
আরও পড়ুন: দিঘা গেলে একবার ঢুঁ মেরে আসুন নিউজ পেপার মিউজিয়াম থেকে! দেওয়াল নয়, যেন ইতিহাসের পাতা
এয়ার গান শুটিং প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। দ্বিতীয় হন দেগঙ্গার বিধায়িকা রহিমা মণ্ডল এবং তৃতীয় স্থান অধিকার করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তাদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয় জেলা পুলিশের তরফে। এদিন ভলিবল সহ একাধিক ক্রীড়া বিভাগে অংশ নিতে দেখা যায় জেলা পুলিশের পুলিশ কর্মী ও আধিকারিকদের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শর্ট ফুটবল কিক প্লে বিভাগে প্রথম হন বারাসাত পৌরসভার পৌরপ্রধান সুনীল মুখোপাধ্যায়, দ্বিতীয় স্থান অধিকার করেন মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ এবং তৃতীয় হন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। এদিন এই ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে উৎসাহ লক্ষ্য করা যায় পুলিশ কর্মীদের মধ্যে।





