TRENDING:

গণেশ পুজোর সকালেই অঘটন! পুকুরে ভাসছে হাবরার ফল ব্যবসায়ীর দেহ, কারণ নিয়ে ধোঁয়াশা

Last Updated:

গণেশ পুজোর সকালেই ঘটে গেল বড় অঘটন। গণেশ পুজোর সকালেই হাবরার এক ফল ব্যবসায়ীর দেহ উদ্ধার হল বাগুইআটির পুকুর থেকে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাগুইআটি, উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: গণেশ পুজোর সকালেই ঘটে গেল বড় অঘটন। গণেশ পুজোর সকালেই হাবরার এক ফল ব্যবসায়ীর দেহ উদ্ধার হল বাগুইআটির পুকুর থেকে! বাগুইহাটির রঘুনাথপুর পুকুর থেকে ওই ফল বিক্রেতার দেহ উদ্ধারের ঘটনায় ছড়াল চাঞ্চল্য। কীভাবে ঘটল এমন ঘটনা? ধোঁয়াশা এলাকায়।
ফল ব্যবসায়ীর মৃত্যু
ফল ব্যবসায়ীর মৃত্যু
advertisement

জানা গিয়েছে, পূর্বতন রাজারহাট গোপালপুর পৌরসভার সামনে পুকুরে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে প্রাতঃভ্রমণকারীরা, খবর দেওয়া হয় বাগুইআটি থানায়, পুলিশ এসে দেহটি উদ্ধার করে। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠান হয় আর জি কর হাসপাতালে।

আরও পড়ুন: ১৪ আন্তর্জাতিক, ২০ জাতীয়! রাই*ফেল শুটিংয়ে বাংলায় তৈরি আরেক ‘অভিনব’, পাশে মুখ্যমন্ত্রীও

advertisement

View More

ঘটনার তদন্তে নেমে পুলিশ মৃত ব্যক্তির পরিচয় যা জানতে পেরেছে, ওই ব্যক্তি পেশায় ফল বিক্রেতা, তিনি উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা। তার নাম বিশ্বজিৎ সাহা। তার ভিআইপি রঘুনাথপুরে ফলের দোকান রয়েছে। ঘটনার আগের দিন থেকেই দোকানে তিনি যাননি বলেই জানান দোকানে থাকা কর্মচারী, তার ওই কর্মচারী দোকানদারি করেছেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিন সকালে দোকান থেকে আনুমানিক ৭০০ মিটার দূরে পুকুর থেকে দেহ উদ্ধার হয়। তবে বাঁ পায়ের কনিষ্ঠা আঙ্গুলে ক্ষত চিহ্ন রয়েছে, এমনটাই পুলিশ সূত্র মারফৎ খবর। প্রাতঃ ভ্রমণকারীরা হঠাৎই পাশের পুকুরে দেখতে পান একটি দেহ ভাসছে।  ময়নাতদন্তের পর বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। কী কারণে এভাবে তার মৃত্যু হল, তা নিয়েই তৈরি হচ্ছে রহস্য। পায়ের আঙুলের ক্ষত চিহ্ন দেখে অনেকেই অনেক প্রশ্ন তুলছেন। যদিও পুলিশ এই ঘটনার তদন্ত করছে, তদন্তেই বেরিয়ে আসবে ব্যবসায়ীর মৃত্যুর রহস্য, বলেই মনে করছেন বাসিন্দারা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গণেশ পুজোর সকালেই অঘটন! পুকুরে ভাসছে হাবরার ফল ব্যবসায়ীর দেহ, কারণ নিয়ে ধোঁয়াশা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল