জানা গিয়েছে, পূর্বতন রাজারহাট গোপালপুর পৌরসভার সামনে পুকুরে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে প্রাতঃভ্রমণকারীরা, খবর দেওয়া হয় বাগুইআটি থানায়, পুলিশ এসে দেহটি উদ্ধার করে। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠান হয় আর জি কর হাসপাতালে।
আরও পড়ুন: ১৪ আন্তর্জাতিক, ২০ জাতীয়! রাই*ফেল শুটিংয়ে বাংলায় তৈরি আরেক ‘অভিনব’, পাশে মুখ্যমন্ত্রীও
advertisement
ঘটনার তদন্তে নেমে পুলিশ মৃত ব্যক্তির পরিচয় যা জানতে পেরেছে, ওই ব্যক্তি পেশায় ফল বিক্রেতা, তিনি উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা। তার নাম বিশ্বজিৎ সাহা। তার ভিআইপি রঘুনাথপুরে ফলের দোকান রয়েছে। ঘটনার আগের দিন থেকেই দোকানে তিনি যাননি বলেই জানান দোকানে থাকা কর্মচারী, তার ওই কর্মচারী দোকানদারি করেছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন সকালে দোকান থেকে আনুমানিক ৭০০ মিটার দূরে পুকুর থেকে দেহ উদ্ধার হয়। তবে বাঁ পায়ের কনিষ্ঠা আঙ্গুলে ক্ষত চিহ্ন রয়েছে, এমনটাই পুলিশ সূত্র মারফৎ খবর। প্রাতঃ ভ্রমণকারীরা হঠাৎই পাশের পুকুরে দেখতে পান একটি দেহ ভাসছে। ময়নাতদন্তের পর বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। কী কারণে এভাবে তার মৃত্যু হল, তা নিয়েই তৈরি হচ্ছে রহস্য। পায়ের আঙুলের ক্ষত চিহ্ন দেখে অনেকেই অনেক প্রশ্ন তুলছেন। যদিও পুলিশ এই ঘটনার তদন্ত করছে, তদন্তেই বেরিয়ে আসবে ব্যবসায়ীর মৃত্যুর রহস্য, বলেই মনে করছেন বাসিন্দারা।