TRENDING:

১৫ ফুটের মানকচু, ৩৫ কেজির লাউ! বাণীপুর লোকউৎসব মেলায় 'বড়' চমক, দৈত্যাকার সবজির এমন কৃষি প্রদর্শনী আগে কখনও দেখেননি

Last Updated:

North 24 Parganas Banipur Folk Festival 2025: ১৫ ফুটের মানকচু, ৩৫ কেজির লাউ, চার ফুটের চাল কুমড়ো, পাঁচ কেজির ফুলকপি-সহ দৈত্যাকার সবজি ও ফলের প্রদর্শনী দেখতেই প্রতিদিন কয়েক হাজার মানুষের ভিড় জমছে বাণীপুর লোকউৎসব মেলার কৃষি প্রদর্শনীতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, উত্তর নারায়ণ রায়: শুনতে অবাক লাগলেও ১৫ ফুটের মানকচু, ৩৫ কেজির লাউ, চার ফুটের চাল কুমড়ো-সহ প্রায় দেড় কেজির বেগুন, চার থেকে পাঁচ কেজির ফুলকপি-সহ দৈত্যাকার সবজি ও ফলের প্রদর্শনী দেখতেই এখন প্রতিদিন কয়েক হাজার মানুষের ভিড় জমছে বাণীপুর লোকউৎসব মেলার কৃষি প্রদর্শনীতে।
advertisement

৭০ বছর ধরে চলে আসা এই ঐতিহ্যবাহী রাজ্যের দ্বিতীয় বৃহত্তম লোকউৎসব মেলার অন্যতম আকর্ষনের কেন্দ্রবিন্দুতে থাকে কৃষি প্রদর্শনী। জেলার নানা প্রান্তের কৃষক ও চাষিদের ফলানো অস্বাভাবিক আকৃতির সবজি ও ফল প্রদর্শনীতে নিয়ে আসা হয়। সাধারণত বাজারে সবজি ও ফলের যে আকৃতির দেখা মেলে, এই প্রদর্শনীতে তার চার গুণ আকৃতির সবজি ও ফলের দেখা মেলে বলেই দাবি উদ্যোক্তাদের।

advertisement

আরও পড়ুনঃ মানুষের দাপাদাপিতে বাসস্থান বদল! পূর্বস্থলীর পরিযায়ী পাখিদের নতুন ঠিকানা ছাড়িগঙ্গা, প্রকৃতির কোলে ১ দিনের অপূর্ব ট্রিপ

অস্বাভাবিক আকৃতির হওয়ায় এই প্রদর্শনী দেখতে বিশেষ আকর্ষণ থাকে সাধারণ মানুষের মধ্যে। যেখানে কচিকাঁচা থেকে সকল বয়সের মানুষই ভিড় জমান। আর এবারের এই কৃষি প্রদর্শনীর বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে ১৫ ফুট লম্বা মানকচু, ৩৫ কেজির লাউ, চার ফুটের চাল কুমড়ো, এক থেকে দেড় কেজির বেগুন ও চার থেকে পাঁচ কেজির ফুলকপি, মাশরুম-সহ অন্যান্য বড় আকারের ফলমূল। প্রদর্শনীর সামনেই রয়েছে প্রায় কুড়ি ফুটের আখ।

advertisement

View More

আরও পড়ুনঃ শখের বশে সফল ব্যবসায়ী! ইউটিউব দেখে অর্গানিক মেহেন্দি বানানো শিখে দু’হাতে রোজগার, অনিতার সাফল্য বহু মহিলার অনুপ্রেরণা

জেলার নানা প্রান্তের কৃষকদের পরিচর্যার ফলে এই অস্বাভাবিক আকৃতির সবজি ও ফল সাধারণ মানুষকে দেখিয়ে উৎসাহ প্রদানের পাশাপাশি কৃষি সংস্কৃতির ক্ষেত্রেও বাড়তি আকর্ষণ যোগ করছে। শুধু তাই নয়, আকৃতি ও ওজনের ওপর নির্ভর করেই মেলা কমিটির তরফ থেকে কৃষকদের পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে দিয়েই আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার-সহ চাষবাসের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি করছে বলেও মনে করেন কৃষি বিশেষজ্ঞরা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
মঞ্চের আলো নিভলেই কালিকাপাতারি শিল্পীদের জীবন ডোবে অভাবের অন্ধকারে, তবু শিল্পের জন্য লড়াই
আরও দেখুন

এদিন হাবড়ায় নিজের বাড়িতে ফলানো বৃহৎ আকৃতির সবজি নিয়েই হাজির এক পরিবার। জানান, মানুষের দেখার জন্যই এই প্রদর্শনীতে নিয়ে আসা ফল। দেখা যায় রীতিমতো কাঁধে করে বৃহৎ আকৃতির ওই মান কচু এবং কামরাঙ্গা ফল তারা নিয়ে এসেছেন এই প্রদর্শনীতে। কোন রকম সার ছাড়াই প্রাকৃতিক উপায়ে এই ফলন হয়েছে বলেও জানান তারা। বিকেলের পর থেকেই লম্বা লাইন ব্যাপক ভিড় দেখা যাচ্ছে এই প্রদর্শনীর সামনে। তাই বৃহৎ আকৃতির এই সবজি ও ফল দেখতে আপনিও ঘুরে আসতে পারেন বাণীপুর লোক উৎসব মেলার কৃষি প্রদর্শনীতে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
১৫ ফুটের মানকচু, ৩৫ কেজির লাউ! বাণীপুর লোকউৎসব মেলায় 'বড়' চমক, দৈত্যাকার সবজির এমন কৃষি প্রদর্শনী আগে কখনও দেখেননি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল