TRENDING:

Toto Registration : বাংলার টোটোচালকদের জন্য বড় খবর! বাড়ল টোটো রেজিস্ট্রেশনের সময়, কতদিন আর হাতে সময়, জেনে নিন

Last Updated:

Toto Registration : আগে ৩০ নভেম্বর ছিল টোটো নথিভুক্তিকরণের আবেদনের শেষ দিন। কিন্তু বহু টোটো চালক ও মালিক আবেদন করতে না পারায় সেই সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করার সিদ্ধান্ত। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সন্দেশখালি, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: টোটো রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ল, ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করবে সরকারের পরিবহণ দফতর। টোটো রেজিস্ট্রেশনের সময়সীমা আরও এক মাস বাড়ানো হল। আগে ৩০ নভেম্বর ছিল নথিভুক্তিকরণের আবেদনের শেষ দিন। কিন্তু বহু টোটো চালক ও মালিক আবেদন করতে না পারায় সেই সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করার সিদ্ধান্ত জানাল পরিবহণ দফতর।
advertisement

উত্তর ২৪ পরগনার সন্দেশখালির দ্বীপ এলাকায় আয়োজিত একটি নিবন্ধকরণ শিবিরে উপস্থিত এক আধিকারিক জানান, রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে আবেদন করার সময়সীমা বাড়ান হয়েছে, যাতে কোনও টোটো বা ই-রিক্সা মালিক নথিভুক্তিকরণ প্রক্রিয়ার বাইরে না থাকে।

পরিবহণ দফতর আগেই সিদ্ধান্ত নিয়েছে—রাজ্যের সব টোটোকে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। টোটোর গায়ে লাগান হবে বিশেষ কিউআর কোড-সহ স্টিকার। গত মাসের ১৩ তারিখ থেকে এই প্রক্রিয়া শুরু হলেও দেড় মাস পার হয়ে গেলেও বহু চালক আবেদন সম্পূর্ণ করতে পারেননি। সেই কারণেই সময়সীমা আরও বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে।

advertisement

আরও পড়ুন- সন্ধ্যায় অন্ধকারে গ্রাম, সেই সুযোগ! শিকারের সন্ধানে ওঁত পেতে থাকা বাঘ ঝাঁপিয়ে পড়ে মানুষের

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

দফতর সূত্রে খবর, ১৬৪৫ টাকা ফি জমা দিলেই টোটো চালক বা মালিকরা একটি এনরোলমেন্ট নম্বর পাবেন। সেই নম্বরের সঙ্গে থাকা কিউআর কোড স্টিকার আকারে টোটোর গায়ে লাগিয়ে রাখতে হবে। এই সুমারি শেষে টোটো পরিষেবা নিয়ন্ত্রণে রাজ্য সরকার বিশেষ গাইডলাইন প্রকাশ করবে। স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রতিটি এলাকার নির্দিষ্ট রুট চূড়ান্ত করা হবে। এমন ইঙ্গিতও দিয়েছেন আধিকারিকরা। রাজ্যের পরিবহণ ব্যবস্থায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা আনতেই এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে প্রশাসন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Toto Registration : বাংলার টোটোচালকদের জন্য বড় খবর! বাড়ল টোটো রেজিস্ট্রেশনের সময়, কতদিন আর হাতে সময়, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল