আর সেই টাকা পেতে গেলে তাঁকে তার ব্যাঙ্কের নথিপত্র পাঠাতে হবে। এরপর মোবাইলে আসা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওটিপিও শেয়ার করে ছাত্রীটি।
সেই ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা না থাকায় ছাত্রীকে নগদ টাকা একটি অ্যাকাউন্ট নম্বরে পাঠাতে বলা হয়। ছাত্রীটি জানায়, রাতারাতি লক্ষপতি হওয়ার লোভে পড়ে সে প্রতিবেশীদের কাছ থেকে ৭২০০ টাকা ধার করে।
advertisement
আরও পড়ুন: ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির দারুণ সুযোগ, বিশদে জানুন
সেই ৭২ হাজার টাকা ওই ব্যক্তির কথা মতো জমা করে নির্দিষ্টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এরপর ফের তার মোবাইল ফোনে কল করে জানানো হয় এত টাকার লটারির পুরস্কারের জন্য তার অ্যাকাউন্টের আই টি ফাইল খুলতে হবে। তার জন্য ব্যাঙ্ক ম্যানেজার বসে আছেন। এখনি ১৩ হাজার টাকা দিলেই ২৫ লক্ষ টাকা ছাত্রীর অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: বিয়েবাড়ির জৌলুস বাড়াতে গুলি চালাল বর, মরেই গেল বন্ধু! হাড়হিম ভাইরাল ভিডিও দেখুন...
একথা শোনার পর সন্দেহ হয় ছাত্রীর। সে নিজের ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে। ইতিমধ্যে প্রতিবেশীরা জেনে যায় ওই ছাত্রী প্রলোভনের ফাঁদে পড়ে ৭২০০ টাকা খুইয়েছে। পুলিশের দ্বারস্থ হয়েছে একাদশের ছাত্রীর পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জিয়াউল আলম