TRENDING:

North 24 Parganas News: মর্মান্তিক! পণের টাকা দিতে না পারায় খুন? গৃহবধূর রহস্য মৃত্যু ঘিরে তুমুল শোরগোল

Last Updated:

North 24 Parganas News: শ্বশুরবাড়ির দাবি মতো বাপেরবাড়ি থেকে বাড়তি পণের টাকা এনে না দেওয়ায় গৃহবধূর খুনের অভিযোগ উঠল বসিরহাটে। স্বামীর ঘরে সংসার করতে এসে আর সংসার করা হল না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: শ্বশুরবাড়ির দাবি মতো বাপেরবাড়ি থেকে বাড়তি পণের টাকা এনে না দেওয়ায় গৃহবধূর খুনের অভিযোগ উঠল বসিরহাটে। স্বামীর ঘরে সংসার করতে এসে আর সংসার করা হল না।মানব সমাজ যখন একবিংশ শতকে বিজ্ঞানের অগ্রগতিকে পাথেয় করে এগিয়ে চলছে ঠিক সেই সময় মধ্যযুগীয় বর্বরতার দেখা মিলল বসিরহাটের হাড়োয়ায়। অভিযোগ, পনের জন্য খুন হতে হল এক গৃহবধুর। উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া থানার আটপুকুর গ্রাম পঞ্চায়েতের কোকিলপুর গ্রামের ঘটনা।
গহবধূর রহস্য মৃত্যু ঘিরে শোরগোল
গহবধূর রহস্য মৃত্যু ঘিরে শোরগোল
advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, ঘরের মধ্যেই নিথর দেহ পড়ে ২৩ বছরের মেনকা সর্দারের। এই ঘটনা দেখে স্থানীয়রা হাড়োয়া থানায় খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকেরা মেনকাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: 'বন্দে ভারত' কি এবার ছুটবে শিয়ালদহ-কৃষ্ণনগর? ১০০ কিমির কম দূরত্বেও চলবে 'Mini' বিলাসবহুল ট্রেন! কবে চালু?

advertisement

মেয়েকে হারিয়ে ওই গৃহবধুর বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, তাদের মেয়েকে বিয়ের পর থেকেই কখনও মোটা অর্থ সোনা গয়না, আবার কখনও নিত্য নতুন আসবাবপত্র দাবিতে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার চালাচ্ছিল স্বামী তাপস সরদার। আর এভাবেই শারীরিক ও মানসিক নির্যাতন চলতে থাকে দিনের পর দিন।

View More

অতিরিক্ত পণ দিতে না পারায় অত্যাচারেই তাদের মেয়ের মৃত্যু হয়েছে বলেই দাবি পরিবারের। ইতিমধ্যে হাড়োয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতার পরিবার। স্বামী তাপস সর্দারকে আটক করেছে পুলিশ।

advertisement

আরও পড়ুন: দই 'নুন' দিয়ে খাবেন, না 'চিনি' দিয়ে...? কী ভাবে Curd খেলে বেশি উপকার? জানুন কী বলেছে আয়ুর্বেদ!

মৃতবধূর বাপের বাড়ি মাটিয়া থানার ঘোড়ারাস কুলিনগ্রাম। গত পাঁচ বছর আগে মেনকার সঙ্গে তাপসের বিয়ে হয় এদের একটি সন্তান ছিল, সেই সন্তান মারা যাওয়ার পর থেকে তাপসের চাহিদা আরও বেড়ে যায়। বাপের বাড়ি থেকে সোনা গয়না নগদ অর্থ আনার জন্য বধুকে মানসিক চাপ দিতে থাকে। বেশ কয়েকবার না আনার কারণে বেশ কয়েকবার মারধর করে। বধু শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িও চলে যায় কয়েকবার। আবার স্বামী বুঝিয়ে তাকে নিজের কাছে নিয়ে আসে। অত্যাচারের মাত্রা দিন দিন বারতে থাকে।

advertisement

লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ জানাচ্ছে, ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসন কারণ। ইতিমধ্যে হাড়োয়া থানার পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

জুলফিকার মোল্লা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: মর্মান্তিক! পণের টাকা দিতে না পারায় খুন? গৃহবধূর রহস্য মৃত্যু ঘিরে তুমুল শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল