TRENDING:

মেয়ের উপর অত্যাচারের কথা শুনে জামাইকে ডেকেছিলেন শ্বশুর, পরিণামে বেধড়ক মারে মৃত্যু!

Last Updated:

সরুপনগর তরণীপুরে নির্মল মিস্ত্রিকে মারধর করে হত্যা করে জামাই দিপু হালদার, হাড়োয়া থেকে গ্রেফতার হল অভিযুক্ত, বসিরহাট আদালতে পেশ করা হল তাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনুপম সাহা, সরুপনগরঃ সরুপনগর থানা এলাকার তরণীপুরে শ্বশুর-জামাই সংঘর্ষের জেরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় গ্রেফতার অভিযুক্ত জামাই দিপু হালদার। মৃতের নাম নির্মল মিস্ত্রি। ঘটনাটি ঘটেছিল ২০ নভেম্বর। অভিযোগ, মেয়ের ওপর অত্যাচারের কথা জানতে পেরে নির্মল মিস্ত্রি জামাই দিপু হালদারকে বাড়িতে ডেকে কথা বলতে যান। সেই সময় উত্তেজিত দিপু শ্বশুরের ওপর চড়াও হয়ে মাথা-সহ শরীরের বিভিন্ন অংশে বেধড়ক মারধর করে। মারধরের জেরে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন নির্মল।
সরুপনগরে শ্বশুর খুনের অভিযোগে গ্রেফতার জামাই দিপু হালদার
সরুপনগরে শ্বশুর খুনের অভিযোগে গ্রেফতার জামাই দিপু হালদার
advertisement

পরিবার ও গ্রামবাসীরা তাঁকে গুরুতর অবস্থায় শাড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে বনগাঁ হাসপাতালে রেফার করা হয়। বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।

‘আমার মেয়ের জন্য একটা স্যানিটারি প্যাড লাগবে এখনই…’ বিমানবন্দরে আটকে থাকা বাবার হাউহাউ কান্না, ভিডিও দেখে ফেটে পড়ল নেটপাড়া

লক্ষণ দেখেও ফেলে রাখার ফল! ফুসফুসের ক্যানসার কখন ধরা পড়লে সারে? জানাচ্ছেন চিকিৎসক

advertisement

ঘটনার পর মৃতের পরিবারের পক্ষ থেকে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে। এদিকে, পুলিশের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় দিপু হালদার।

গতকাল বিশেষ সূত্রে খবর পেয়ে স্বরূপনগর থানার পুলিশ হাড়োয়া থেকে দিপুকে গ্রেফতার করে। আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অদ্ভুত দর্শন এই মাছের অবাক করা কাণ্ডকারখানা! দুর্গাপুর ব্যারেজে গেলেই মিলবে দেখা
আরও দেখুন

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া দিপু হালদারের বাড়ি বাদুড়িয়া থানা এলাকায়। পুরো ঘটনার তদন্ত অব্যাহত আছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মেয়ের উপর অত্যাচারের কথা শুনে জামাইকে ডেকেছিলেন শ্বশুর, পরিণামে বেধড়ক মারে মৃত্যু!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল