ছাত্র-ছাত্রীদের পড়াশোনার চাপ থেকে একটু রেহাই দিতে প্রতিমাসে নো ব্যাগ ডে সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই চলতি মাস থেকে শুরু হয়েছে এই বিশেষ ভাবনা। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের ভগবতী দেবী শিক্ষা নিকেতনের উদ্যোগে এই বিশেষ ভাবনা। যেখানে মাসে নির্দিষ্ট একটি দিন স্কুল ব্যাগ ছাড়াই বিদ্যালয়ে আসবে পড়ুয়ারা। যেখানে খেলার ছলে পড়াশোনা এবং বিভিন্ন বৃত্তিমূলক পাঠ দেবেন শিক্ষক শিক্ষিকারা। প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য এমন আয়োজন বিদ্যালয়ে।
advertisement
আরও পড়ুন: কেশপুর না হবিবপুর! কোথায় জন্মেছিলেন ক্ষুদিরাম! কেনইবা রাখা হয়েছিল তাঁর এমন নাম
তবে জানেন, কি এই নো ব্যাগ ডে? ছাত্র-ছাত্রীদের জীবনে এক অপরিহার্য অংশ স্কুল ব্যাগ। যেখানে বই, খাতা, পেন্সিল, পেন গুছিয়ে বাড়ি থেকে বিদ্যালয়ে আসে পড়ুয়ারা। তবে নিত্যদিন সেই ব্যাগের ভার বাড়ছে। বাড়ছে বইয়ের চাপ, পড়াশোনার অত্যাধিক চাপে নাজেহাল খুদে শিশুদের মন। বাড়তি চাপের কারণে পড়াশোনায় মনোযোগ হারাচ্ছে ছোট ছোট ছেলেমেয়েরা। তাই তাদের মধ্যে এই পড়াশোনা ব্যবস্থাকে আরও সুন্দর ও সহজ করতে অভিনব উদ্যোগ বিদ্যালয়ের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিমাসে নো ব্যাগ ডে পালন করবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। শুধু পুঁথিগত শিক্ষা নয়, এই পুঁথিগত শিক্ষা ছাড়াও ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশ, শারীরিক উন্নতি, খেলাধুলায় আগ্রহ বাড়াতে এই নো ব্যাগ ডে উদযাপন। স্বাভাবিকভাবে প্রান্তিক এলাকায় এই বিদ্যালয়ের ভাবনা আগামীতে অন্যান্য বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এক নতুন ভাবনা। বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
রঞ্জন চন্দ