আরও পড়ুন: ঘোড়ায় চড়ে এলেন ৯০ এর পাত্র! পাত্রী ৮৫, সন্তানরাই দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন প্রবীণ দম্পতির
২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি নিজের বাড়ি থেকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে নিমতিতা স্টেশনে ট্রেন ধরতে যাওয়ার সময় বোমা বিস্ফোরণে (Nimtita railway station blast) গুরুতর আহত হন প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন সহ-২৬জন। এই ঘটনায় তোলপাড় হয়ে ওঠে গোটা রাজ্য-রাজনীতি। প্রথমে এই ঘটনার তদন্তভার নেয় সিআইডি। তার পর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ ও সিআইডি ঘটনার সাতদিন পর দু'জনকে গ্রেফতার করে। এরপর দফায় দফায় তদন্ত চালায় এনআইএ। কিন্তু এখনও পর্যন্ত আর কাউকে গ্রেফতার করতে পারেনি এনআইএ। যদিও একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে।
advertisement
আরও পড়ুন: বড় খবর! এ বার বাদাম বিক্রি বন্ধ করে দেবেন ভুবন বাদ্যকর, হঠাৎই জীবনের মোড় ঘুরে গেল তাঁর
তৎকালীন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন-সহ যে ২৬জন বিস্ফোরণে আহত হয়েছিলেন, তাঁদের মধ্যে বেশিরভাগই কাজ করার ক্ষমতা হারিয়েছেন। অবিলম্বে ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেফতার করা না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান সেদিনের ঘটনায় আহত নাসিবুল শেখ। তিনি বলেন, '' এক বছর হয়ে গেল, এখনও মূল অভিযুক্তদের গ্রেফতার করা হল না। যেখানে খোদ মন্ত্রীর উপর হামলা হল, সেখানে আমাদের মত সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? '' নাসিবুলের আরও অভিযোগ, '' কাজ করার ক্ষমতা হারিয়েছি। অথচ রেলদফতর থেকে কোনও ক্ষতিপূরণ দেয়নি।'' জাকির হোসেন বলেন, '' নিমতিতা বিস্ফোরণের তদন্তে এনআইএ ব্যর্থ। সিআইডি দু'জনকে গ্রেফতার করেছিল, কিন্তু তারপর গত ১ বছরে আর কেউ গ্রেফতার হয়নি। অভিযুক্তদের এক মাসের মধ্যে গ্রেফতার ও আহতদের ক্ষতিপূরণ না দেওয়া হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হব।''