Viral News: বড় খবর! এ বার বাদাম বিক্রি বন্ধ করে দেবেন ভুবন বাদ্যকর, হঠাৎই জীবনের মোড় ঘুরে গেল তাঁর

Last Updated:

Bhuban Badyokor: ভোটের ময়দান থেকে সাংস্কৃতিক জমায়েত, মেলা থেকে উৎসবের আঙিনা, সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা ভূবন বাদ্যকরকে নিয়ে এখন রীতিমতো টানাটানি চলে।

ভুূবন বাদ্যকর, নিজস্ব চিত্র
ভুূবন বাদ্যকর, নিজস্ব চিত্র
#বোলপুর: জীবন অনেক পাল্টে গিয়েছে তাঁর (Bhuban Badyokor)। তিনি এখন বিখ্যাত। রোজই লোকের আনাগোনা লেগে রয়েছে, তাঁর সঙ্গে দেখা করতে ভিড় করছেন অনেকে। সেলফি তুলছেন, গান গাইতে বলছেন, রেকর্ড করছেন। ভোটের প্রচারেও তাঁকে দেখা যাচ্ছে সর্বত্র। সেই ভুবন বাদ্যকর (Bhuban Badyokor) এ বার থেকে আর বাদাম (Kancha Badam Song) বিক্রি করতে চান না, কারণ শুনলে চমকে যাবেন আপনিও।
সত্যি, আর বাদাম বিক্রি করবেন না ভুবন বাদ্যকর (Bhuban Badyokor)। তাঁর দাবি, তিনি সেলিব্রিটি হয়ে গিয়েছেন আর এখন যখন বাদাম বিক্রি করতে যান, তাঁর চারপাশে লোকজন ভিড় করে ছবি তুলতে থাকে, ভিডিও করতে থাকে। বাদাম বিক্রি করা সম্ভব হয় না, সেই কারণে এ বার থেকে বাদাম বিক্রি নয়, শুধুই গান নিয়ে থাকবেন তিনি। বোলপুরে এদিন বাদাম গানের কপিরাইট কেনা গোধূলি বেলা মিউজিক সংস্থার পক্ষ থেকে তাঁর হাতে দেড় লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আগামীদিনে আবারও দেড় লক্ষ টাকা টাকা তুলে দেওয়া হবে তাঁদের পক্ষ থেকে।
advertisement
advertisement
এই অনুষ্ঠান থেকেই ভুবন বাদ্যকর (Bhuban Badyokor) বলেন, তিনি আর বাদাম বিক্রি করতে চান না, তিনি গান করতে চান। ভূবনের বাড়িতে গিয়ে এ দিন সংস্থার পক্ষ থেকে টাকা তুলে দেন সদস্যরা। শিল্পের দাম পেয়ে খুশি তিনিও। এর আগে তাঁকে ক্ষোভ প্রকাশ করে বলতে শোনা গিয়েছে, তিনি যে গান গেয়েছিলেন, সেই গান বিক্রি করে বিপুল অঙ্কের টাকা উপার্জন করছেন অনেকে, কিন্তু তিনি কিছুই পাচ্ছেন না। যাই হোক, সামান্য হলেও কিছু অর্থ তিনি এ বার পেলেন।
advertisement
ভোটের ময়দান থেকে সাংস্কৃতিক জমায়েত, মেলা থেকে উৎসবের আঙিনা, সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা ভূবন বাদ্যকরকে নিয়ে এখন রীতিমতো টানাটানি চলে। তিনি প্রায় প্রতিদিনই কোনও না কোনও অনুষ্ঠানে হাজির থাকেন, কোথাও না কোথাও তাঁকে যেতে হয়। জীবন একে বারে পাল্টে গিয়েছে তাঁর।
advertisement
ইন্দ্রজিৎ রুজ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News: বড় খবর! এ বার বাদাম বিক্রি বন্ধ করে দেবেন ভুবন বাদ্যকর, হঠাৎই জীবনের মোড় ঘুরে গেল তাঁর
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement