TRENDING:

South 24 Parganas News: গ্রামে ভগ্নপ্রায় পৈতৃক বাড়ি, জন্মস্থানেই মুছতে বসেছে প্রবাদপ্রতিম চিকি‍ৎসক নীলরতন সরকারের স্মৃতি 

Last Updated:

South 24 Parganas News:নীলরতন সরকার, কলকাতার এনআর এস মেডিক্যাল কলেজের সৌজন্যে নামটা কমবেশি প্রায় সকলের চেনা। তিনি জন্মেছিলেন ডায়মন্ড হারবারের ছোট্ট একটি গ্রাম নেতড়াতে। বর্তমানে সেখানেই তাঁর স্মৃতি মুছতে চলেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা: কলকাতার এনআর এস মেডিক্যাল কলেজের সৌজন্যে প্রবাদপ্রতিম ডাক্তার নীলরতন সরকারের নামটা কমবেশি প্রায় সকলের চেনা। তিনি জন্মেছিলেন ডায়মন্ড হারবারের ছোট্ট একটি গ্রাম নেতড়াতে। বর্তমানে সেখানেই তাঁর স্মৃতি মুছতে চলেছে।সংস্কারের অভাবে তাঁর জন্মস্থান এখন ধ্বংসের মুখে।
advertisement

শোনা যায়, এক ভয়ংকর ঘূর্ণিঝড়ের রাতে তাঁদের নেতড়ার এই ঘর ভেঙে পড়েছিল। তার পর সকালে বাবা নন্দলাল সরকারের হাত ধরে ডায়মন্ড হারবারের ঘর ছেড়েছিলেন ছোট্ট নীলরতন। চলে এসেছিলেন জয়নগরে দাদুর বাড়িতে। এর পর থেকে মাঝে মধ্যেই তাঁরা আসতেন নেতড়াতে। একসময় নীলরতন সরকারের উত্তরসুরিরাও এখানে আসা কমিয়ে দেখানে সেখানে। তবে ঘরটি ভাল থাকলেও ঘূর্ণিঝড় আমফানের পর বেহাল হয়ে পড়ে।

advertisement

আরও পড়ুন : তরুণী ‘কনে’র কাছে পর পর প্রতারিত ২৫ জন ‘বর’! ‘শ্বশুরবাড়ি’ ফাঁকা করে টাকা, গয়না, ইলেট্রনিক গ্যাজেট নিয়ে চম্পট! অবশেষে পুলিশের জালে ঠগিনী

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

১৯৪৩ সালের মে মাসে তিনি চিরবিদায় নেন স্যর নীলরতন সরকার। বর্তমানে তাঁর জন্মস্থানেই মুছছে স্মৃতি। তাঁর বাড়িটি সংস্কারের অভাবে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। জায়গায় জায়গায় জন্মেছে গাছ। স্থানীয়দের আক্ষেপ, এভাবে চলতে থাকলে আগামী কয়েক বছরে সম্পূর্ণ বাড়িটি নষ্ট হয়ে যাবে। যদিও এই বাড়ি এখন দেখভাল করছেন স্থানীয় এক ব্যক্তি। তিনিও চান এই স্থান আবার আগের গরিমা ফিরে পাক।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: গ্রামে ভগ্নপ্রায় পৈতৃক বাড়ি, জন্মস্থানেই মুছতে বসেছে প্রবাদপ্রতিম চিকি‍ৎসক নীলরতন সরকারের স্মৃতি 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল