Viral Looteri Bride: তরুণী ‘কনে’র কাছে পর পর প্রতারিত ২৫ জন ‘বর’! ‘শ্বশুরবাড়ি’ ফাঁকা করে টাকা, গয়না, ইলেট্রনিক গ্যাজেট নিয়ে চম্পট! অবশেষে পুলিশের জালে ঠগিনী

Last Updated:
Viral Looteri Bride: অঙ্ক কষে অনুরাধা টার্গেট করতেন তাঁর পাত্রদের৷ বিবাহযোগ্য যুবকদের বিয়ে করতেন ‘সম্বন্ধের’ বিয়েতে৷ আইনি কাগজপত্রেও তাঁর প্রতারণা ধরা সম্ভব ছিল না৷ এর পর বাধ্য গৃহবধূর মতো শ্বশুরবাড়িতে সংসারও করতেন অনুরাধা৷
1/10
বাংলার ‘ঠগিনী’ বা বলিউডের ‘ডলি কি ডোলি’৷ সিনেমার চিত্রনাট্য এ বার উঠে এল বাস্তবে৷ রাজস্থানের এক তরুণী ঘটনার কেন্দ্রে৷ পুলিশের দাবি, রাজস্থান জুড়ে মোট ২৫ জন যুবককে বিয়ে করেছেন ২৩ বছর বয়সি এই তরুণী৷ তার পর চম্পট দিয়েছেন সর্বস্ব লুঠ করে৷
বাংলার ‘ঠগিনী’ বা বলিউডের ‘ডলি কি ডোলি’৷ সিনেমার চিত্রনাট্য এ বার উঠে এল বাস্তবে৷ রাজস্থানের এক তরুণী ঘটনার কেন্দ্রে৷ পুলিশের দাবি, রাজস্থান জুড়ে মোট ২৫ জন যুবককে বিয়ে করেছেন ২৩ বছর বয়সি এই তরুণী৷ তার পর চম্পট দিয়েছেন সর্বস্ব লুঠ করে৷
advertisement
2/10
অভিযুক্তের নাম অনুরাধা পাসওয়ান৷ নাটকীয় স্টিং অপারেশনের পর তাঁকে সোমবার গ্রেফতার করা হয়েছে রাজস্থানের সোয়াই মাধোপুর থেকে৷ তদন্তকারীরা জানিয়েছেন নিপুণ ছকে তরুণদের প্রতারণা করতেন অনুরাধা৷ তিনি ছিলেন চক্রের অন্যতম প্রধান মুখ৷
অভিযুক্তের নাম অনুরাধা পাসওয়ান৷ নাটকীয় স্টিং অপারেশনের পর তাঁকে সোমবার গ্রেফতার করা হয়েছে রাজস্থানের সোয়াই মাধোপুর থেকে৷ তদন্তকারীরা জানিয়েছেন নিপুণ ছকে তরুণদের প্রতারণা করতেন অনুরাধা৷ তিনি ছিলেন চক্রের অন্যতম প্রধান মুখ৷
advertisement
3/10
অঙ্ক কষে অনুরাধা টার্গেট করতেন তাঁর পাত্রদের৷ বিবাহযোগ্য যুবকদের বিয়ে করতেন ‘সম্বন্ধের’ বিয়েতে৷ আইনি কাগজপত্রেও তাঁর প্রতারণা ধরা সম্ভব ছিল না৷ এর পর বাধ্য গৃহবধূর মতো শ্বশুরবাড়িতে সংসারও করতেন অনুরাধা৷
অঙ্ক কষে অনুরাধা টার্গেট করতেন তাঁর পাত্রদের৷ বিবাহযোগ্য যুবকদের বিয়ে করতেন ‘সম্বন্ধের’ বিয়েতে৷ আইনি কাগজপত্রেও তাঁর প্রতারণা ধরা সম্ভব ছিল না৷ এর পর বাধ্য গৃহবধূর মতো শ্বশুরবাড়িতে সংসারও করতেন অনুরাধা৷
advertisement
4/10
কিছু দিন পর আটঘাঁট বেঁধে টাকা, গয়না নিয়ে পালাতেন অনুরাধা৷ সঙ্গে নিয়ে যেতেন বৈদ্যুতিন গ্যাজেটও৷ স্বামী এবং শ্বশুরবাড়িকে পথে বসিয়ে পালাতেন অনুরাধা৷ সন্ধান করতেন নতুন শিকার৷
কিছু দিন পর আটঘাঁট বেঁধে টাকা, গয়না নিয়ে পালাতেন অনুরাধা৷ সঙ্গে নিয়ে যেতেন বৈদ্যুতিন গ্যাজেটও৷ স্বামী এবং শ্বশুরবাড়িকে পথে বসিয়ে পালাতেন অনুরাধা৷ সন্ধান করতেন নতুন শিকার৷
advertisement
5/10
পুলিশের কাছে এই ঘটনা গোচরে আসে সোয়াই মাধোপুরের বাসিন্দা বিষ্ণু শর্মার দৌলতে৷ চলতি মাসের গোড়ায় তিনি পুলিশের কাছে অভিযোগ জানান যে সুনীতা ও পাপ্পু মীনা নামে দুই এজেন্টকে তিনি ২ লক্ষ টাকা দিয়েছেন বৌ পাবেন বলে৷
পুলিশের কাছে এই ঘটনা গোচরে আসে সোয়াই মাধোপুরের বাসিন্দা বিষ্ণু শর্মার দৌলতে৷ চলতি মাসের গোড়ায় তিনি পুলিশের কাছে অভিযোগ জানান যে সুনীতা ও পাপ্পু মীনা নামে দুই এজেন্টকে তিনি ২ লক্ষ টাকা দিয়েছেন বৌ পাবেন বলে৷
advertisement
6/10
তার পর তিনি সাতপাকে বাঁধা পড়েন অনুরাধার সঙ্গে৷ গত ২০ এপ্রিল তাঁদের আইনি বিয়ে হয় স্থানীয় আদালতে৷ তার পরই গল্পে আসল ট্যুইস্ট৷ বিষ্ণুর অভিযোগ, গত ২ মে তিনি বাড়িতে ফিরে এসে দেখেন তাঁর নববিবাহিতা স্ত্রী নিখোঁজ৷ সঙ্গে নিখোঁজ সব টাকা, গয়না থেকে শুরু করে বাড়ির সব ইলেকট্রনিক গ্যাজেটস৷
তার পর তিনি সাতপাকে বাঁধা পড়েন অনুরাধার সঙ্গে৷ গত ২০ এপ্রিল তাঁদের আইনি বিয়ে হয় স্থানীয় আদালতে৷ তার পরই গল্পে আসল ট্যুইস্ট৷ বিষ্ণুর অভিযোগ, গত ২ মে তিনি বাড়িতে ফিরে এসে দেখেন তাঁর নববিবাহিতা স্ত্রী নিখোঁজ৷ সঙ্গে নিখোঁজ সব টাকা, গয়না থেকে শুরু করে বাড়ির সব ইলেকট্রনিক গ্যাজেটস৷
advertisement
7/10
তদন্ত শুরু করে পুলিশ জানতে পেরেছে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের বাসিন্দা অনুরাধা আগে হাসপাতালে চাকরি করতেন৷ দাম্পত্য বিবাদে জেরবার হয়ে স্বামী-সংসার ছেড়ে বেরিয়ে আসেন৷
তদন্ত শুরু করে পুলিশ জানতে পেরেছে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের বাসিন্দা অনুরাধা আগে হাসপাতালে চাকরি করতেন৷ দাম্পত্য বিবাদে জেরবার হয়ে স্বামী-সংসার ছেড়ে বেরিয়ে আসেন৷
advertisement
8/10
উত্তর প্রদেশের মহারাজগঞ্জ থেকে অনুরাধা পৌঁছন ভোপালে৷ সেখানেই একটা প্রতারণা চক্রের পাল্লায় পড়েন তিনি৷ হোয়াটসঅ্যাপে নকল বিয়ের চক্র চালাত সেই চক্র৷
উত্তর প্রদেশের মহারাজগঞ্জ থেকে অনুরাধা পৌঁছন ভোপালে৷ সেখানেই একটা প্রতারণা চক্রের পাল্লায় পড়েন তিনি৷ হোয়াটসঅ্যাপে নকল বিয়ের চক্র চালাত সেই চক্র৷
advertisement
9/10
লোক ঠকানোর খেলা খেলতে খেলতে অনুরাধা শেষমেশ ধরা পড়লেন নকল বিয়ের ফাঁদেই৷ সোয়াই মাধোপুর পুলিশ একজন কনস্টেবলকে ‘পাত্র’ সাজায়৷ তার পর এজেন্ট মারফত যোগাযোগের পর অনুরাধার পর বিয়ে হয়৷
লোক ঠকানোর খেলা খেলতে খেলতে অনুরাধা শেষমেশ ধরা পড়লেন নকল বিয়ের ফাঁদেই৷ সোয়াই মাধোপুর পুলিশ একজন কনস্টেবলকে ‘পাত্র’ সাজায়৷ তার পর এজেন্ট মারফত যোগাযোগের পর অনুরাধার পর বিয়ে হয়৷
advertisement
10/10
এর পর আর শেষরক্ষা হয়নি অনুরাধার৷ মূল্যবান সব জিনিস নিয়ে পলায়নের আগেই পুলিশের ফাঁদে ধরা পড়ে যান প্রতারক তরুণী৷ তাঁর চক্রের একাধিক সদস্য ধরা পড়েছেন৷ বাকিদের খোঁজে চলছে তল্লাশি৷
এর পর আর শেষরক্ষা হয়নি অনুরাধার৷ মূল্যবান সব জিনিস নিয়ে পলায়নের আগেই পুলিশের ফাঁদে ধরা পড়ে যান প্রতারক তরুণী৷ তাঁর চক্রের একাধিক সদস্য ধরা পড়েছেন৷ বাকিদের খোঁজে চলছে তল্লাশি৷
advertisement
advertisement
advertisement