২০২৩ সালের মে মাসে ময়নার বাকচা গ্রামে গুলি করে খুন করা হয় বিজেপির স্থানীয় বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে৷ এই ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে৷ এই খুনের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি৷ বিজেপির বুথ সভাপতির হত্যাকাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ পরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও সেই নির্দেশই বহাল রাখে৷
advertisement
আরও পড়ুন: বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আবারও সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তি! এবার অভিযোগ মালদহে
তদন্তে নেমে আগেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল এনআইএ৷ গ্রামে ক্যাম্প করে এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তদন্তও চালায় তারা৷ যদিও ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অন্যতম অভিযুক্ত তৃণমূল কর্মী নবকুমার মণ্ডল৷
সূত্রের খবর, কয়েকদিন আগে গোপনে বাকচা গ্রামের বাড়িতে আসেন নবকুমার মণ্ডল৷ সেই খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় ওই তৃণমূল কর্মীর বাড়িতে হানা দেয় এনআইএ-এর একটি দল৷ বাড়ি থেকেই গ্রেফতার করা হয় নবকুমারকে৷