Civic volunteer: বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আবারও সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তি! এবার অভিযোগ মালদহে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Sebak Deb Sarma
Last Updated:
নির্যাতিতা গৃহবধূ এবং তাঁর পরিবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন৷ জেলা পুলিশ সুপারের দ্বারস্থও হয়েছেন তিনি৷
বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মালদহের হবিবপুর থানা এলাকায়৷ অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা৷ যদিও এখনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ৷ নির্যাতিতা গৃহবধূ এবং তাঁর পরিবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন৷ জেলা পুলিশ সুপারের দ্বারস্থও হয়েছেন তিনি৷
নির্যাতিতার দাবি, কালীপুজোর দিন একাই হবিবপুরে নিজের বাপের বাড়িতে ছিলেন তিনি৷ রাত ৯টা নাগাদ তিনি যখন পোশাক পরিবর্তন করছিলেন তখনই জোর করে বাড়িতে ঢুকে ওই সিভিক ভলেন্টিয়ার তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ ওই গৃহবধূর৷ তাঁর চিৎকারে প্রতিবেশী এবং তাঁর বাবা-মা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায় বলে দাবি ওই নির্যাতিতার৷ তাঁকে এবং তাঁর বাবা-মাকে অভিযুক্ত মারধর করেছে বলে অভিযোগ করেছেন নির্যাতিতা৷ তাঁর আরও অভিযোগ, পুলিশ ঘটনায় এফআইআর দায়ের করলেও অভিযুক্তকে গ্রেফতার করেনি৷
advertisement
হবিবপুর থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ওই নির্যাতিতা মহিলা গতকাল মালদহের পুলিশ সুপারের দ্বারস্থ হন। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।
advertisement
যদিও হবিবপুর থানা সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই দুই প্রতিবেশী পরিবারের মধ্যে বিবাদ রয়েছে। দু’পক্ষই একে অন্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ জানিয়েছে। থানায় এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানানো হয়েছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 05, 2024 4:40 PM IST