এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সকালে ইকোপার্ক থানার ১১ নম্বর ট্যাঙ্কের পাশে উদ্ধার হয় এক অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত দেহ। জানা যাচ্ছে, চাপ-চাপ রক্তে ভিজে গিয়েছিল চারপাশ। মাথার হাড় ছড়িয়ে ছিটিয়ে রাস্তায় পড়েছিল। পুলিশ দ্রুত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং বালতি করে জল এনে রাস্তায় পড়ে থাকা রক্ত পরিষ্কার করে।
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুবকের দেহ একটি নীল রঙের বাসের তলায় ছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত যুবকের বাড়ি বর্ধমানে। তবে পাশের নির্মীয়মাণ বহুতলের লেবার মিস্ত্রিরা জানিয়েছেন, তিনি তাঁদের কোনও সহকর্মী নন। এতে আরও ধোঁয়াশা তৈরি হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এটি পথ দুর্ঘটনা নাকি এর আড়ালে রয়েছে কোনও পরিকল্পিত খুন? এই নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই পাশের বহুতলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলছে। একই রাতে পুলিশের কনস্টেবল মৃত্যু ও অজ্ঞাত যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উৎসবের মুখে বারবার এমন দুর্ঘটনা ও রক্তাক্ত ছবি সামনে আসায় নিউটাউনের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।